অতিরিক্ত জেলাশাসকের গাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল বাস
ওয়েব ডেস্ক: অতিরিক্ত জেলাশাসকের গাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল বাস। বাঁকুড়ার তালড্যাংরায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই বাসের দুই মহিলা যাত্রীর মৃত্যু। মারা গেছেন অতিরিক্ত জেলাশাসকের দেহরক্ষীও। দুপুর দুটো। অনুষ্ঠান সেরে বাঁকুড়া ফিরছিলেন অতিরিক্ত জেলাশাসক নবকুমার বর্মণ। সঙ্গে দেহরক্ষী। আর ঠিক ওই সময়েই বাঁকুড়া থেকে তালড্যাংরা যাচ্ছিল যাত্রীবোঝাই বাস। শিবডাঙা মোড়ের কাছে নবকুমারবাবুর স্করপিও গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে বাসটি। তারপর রাস্তার ধারেই উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী দুই মহিলা। তাদের মধ্যে একজন সুমনি হাসদাঁ। আরেকজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত নবকুমার বর্মণ ও তাঁর দেহরক্ষী কার্তিক গাঙ্গুলিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনের পরেও সদর্থক সাড়া না মিললে পাহাড় নিয়ে নতুন করে ভাববে মোর্চা
বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করার পর মারা যান কার্তিকবাবু।দুর্ঘটনায় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলাশাসক -পুলিস সুপার ...বাঁকুড়া জেলাপরিষদের সভাধিপতি।দুর্ঘটনায় বাসের মোট ২৯জন যাত্রী গুরুতর আহত। তাদের মধ্যে অনেকেরই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা চলছে।