পরিস্থিতি জানতে মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে মুখ্যসচিব মলয় দে ও রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে তলব করেন তিনি। রাজ্যপালের তলব পেয়ে রাজভবনে পৌঁছন পুলিস ও প্রশাসনের ২ কর্তা।

Updated By: Feb 3, 2019, 11:31 PM IST
পরিস্থিতি জানতে মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন: সিবিআই ও রাজ্য পুলিসের বেনজির সংঘাতের মধ্যেই রাজ্যের সমস্ত পুলিস আধিকারিককে তলব করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার রাতে রাজভবনে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের ঘটনাক্রম প্রশাসনিক কর্তাদের বয়ানে শোনেন রাজ্যপাল। 

রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে মুখ্যসচিব মলয় দে ও রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে তলব করেন তিনি। রাজ্যপালের তলব পেয়ে রাজভবনে পৌঁছন পুলিস ও প্রশাসনের ২ কর্তা। সেখানেই তাঁদের কাছে রবিবারের ঘটনাক্রম জানতে চান রাজ্যপাল। 

মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, প্রাণ থাকতে মাথা নোয়াবো না, ধরনামঞ্চে বসে বললেন মমতা

সূত্রের খবর, রাজ্যপালকে রবিবারের গোটা ঘটনাক্রম বলেন ২ কর্তা। নিজেদের পদক্ষেপের সমর্থনে যুক্তিও দেন তাঁরা। বৈঠক শেষে রাজভবন ছাড়েন তারা। তবে এপ্রসঙ্গে কোনও পক্ষ থেকেই কোনও বিবৃতি জারি করা হয়নি। 

.