ইংরাজী অনার্স পড়ে ভবিষ্যতে অধ্যাপনা করতে চায় CBSE দ্বাদশে রাজ্যে প্রথম শুভশ্রী

নিজের এই সাফল্যের জন্য মা-বাবা এবং শিক্ষকদের অবদানের কথা জানিয়েছে শুভশ্রী।

Updated By: Jul 15, 2020, 07:23 PM IST
ইংরাজী অনার্স পড়ে ভবিষ্যতে অধ্যাপনা করতে চায় CBSE দ্বাদশে রাজ্যে প্রথম শুভশ্রী
ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদন : CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম ভদ্রেশ্বরের শুভশ্রী রক্ষিত। শুভশ্রী চুঁচুড়া টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্রী, তার প্রাপ্ত নাম্বার ৪৯৬।

"ভাল ফলের আশা থাকলেও এতটা ভালো হবে আশা করিনি," জানাল শুভশ্রী। আগামিদিনে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে প্রফেসর হতে চায় সে।

নিজের এই সাফল্যের জন্য মা-বাবা এবং শিক্ষকদের অবদানের কথা জানিয়েছে শুভশ্রী। মেয়ের এই পরীক্ষার ফলে রীতিমতো খুশি পরিবারের লোকজন। মা-বাবা জানিয়েছেন আগামিদিনে যেদিকেই তাঁদের মেয়ে এগতে চাইবে তাঁরা সবসময় তার পাশে থাকবেন। ভদ্রেশ্বর এলাকার এমন সাফল্যের খবর পেয়ে শুভশ্রীকে অভিনন্দন জানাতে আসেন ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান প্রলয় ও প্রকাশ বাবু। তাঁরা নিজেদের ব্যক্তি গত উদ্যোগেই শুভশ্রীর হাতে তুলে দেন ল্যাপটপ। তাকে আগামিদিনের জন্য শুভ কামনা জানিয়েছেন তাঁরা। এর পাশাপাশি এলাকার বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন, ফোনে শুভশ্রীকে অভিনন্দন জানিয়েছেন। করোনা আবহ অতিক্রান্ত হলে সরকারি ভাবে তাকে সংবর্ধনা জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

.