উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, আজ যাচ্ছেন কোচবিহারে

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী । আজ যাচ্ছেন কোচবিহারে । প্লেনে বাগডোগরা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে হেলিকপ্টারে পৌছবেন কোচবিহারে। বিকেল পাঁচটায় রাজবাড়ির ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক। রাতে সার্কিট হাউসে থাকবেন তিনি। মঙ্গলবার দুপুরে রাসমেলা ময়দানে কামতাপুর পিপলস পার্টির সভায় যোগ দেবেন। তারপর দেখা করবেন রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। মঙ্গলবার বিকেলে চকচকায় মুখ্যমন্ত্রীর প্রকাশ্য জনসভা। তারপর যাবেন আলিপুরদুয়ারে।

Updated By: Apr 24, 2017, 08:51 AM IST
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, আজ যাচ্ছেন কোচবিহারে

ওয়েব ডেস্ক: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী । আজ যাচ্ছেন কোচবিহারে । প্লেনে বাগডোগরা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে হেলিকপ্টারে পৌছবেন কোচবিহারে। বিকেল পাঁচটায় রাজবাড়ির ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক। রাতে সার্কিট হাউসে থাকবেন তিনি। মঙ্গলবার দুপুরে রাসমেলা ময়দানে কামতাপুর পিপলস পার্টির সভায় যোগ দেবেন। তারপর দেখা করবেন রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। মঙ্গলবার বিকেলে চকচকায় মুখ্যমন্ত্রীর প্রকাশ্য জনসভা। তারপর যাবেন আলিপুরদুয়ারে।

বিরাটের দলকে বিরাটভাবে হারাল নাইটরা

অন্যদিকে, রবিবার রাতের কালবৈশাখীতে তছনছ বর্ধমান। কার্যত গোটা জেলা বিদ্যুত্‍ বিচ্ছিন্ন। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বর্ধমান শহরে জেলাশাসকের দফতরেও গাছ ভেঙে পড়েছে। কালনায় গাছ পড়ে তিনজন আহত হয়েছেন। রায়না, আউসগ্রাম, ভাতার, মেমারি, খণ্ডঘোষ সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

হাঁসফাঁস গরম থেকে স্বস্তি, কালবৈশাখির হাত ধরে প্রাণ জুড়োল, সঙ্গে সামান্য দুর্ভোগও

.