২ লাখে নিজের সন্তান বিক্রি! শিশু পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে, ধৃত দম্পতি সহ ৩

পুলিস সুত্রে জানা গিয়েছে, গর্ভবতী থাকা অবস্থাতেই সন্তান বিক্রির বিষয়টি চূড়ান্ত হয় ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিল্ডরেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিস ৷ 

Updated By: Apr 11, 2023, 06:15 PM IST
২ লাখে নিজের সন্তান বিক্রি! শিশু পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে, ধৃত দম্পতি সহ ৩

তথাগত চক্রবর্তী: শিশু পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে ৷ ২ মহিলা সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস ৷ ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ এক দম্পতি ২ লক্ষ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ ৷ অভিযুক্ত স্বামী ও স্ত্রী ছাড়াও এই ঘটনায় গ্রেফতার হয়েছে শিশু পাচার চক্রের সাথে জড়িত এক মহিলা ৷ ধৃত দম্পতি রাকেশ শর্মা ও নমিতা ব্যাপারী এছাড়া এই ঘটনায় যুক্ত পাচারকারী আসমা বিবিকেও গ্রেফতার করেছে পুলিস ৷ 

রাকেশ ও নমিতা নরেন্দ্রপুর থানা এলাকার কন্দর্পপুরে থাকত ৷ ধৃত আসমা বিবি সোনারপুরের মকরামপুরের বাসিন্দা ৷ পুলিস সুত্রে জানা গিয়েছে, গর্ভবতী থাকা অবস্থাতেই সন্তান বিক্রির বিষয়টি চূড়ান্ত হয় ৷ ধৃত রাকেশ শর্মা কামালগাজি বাইপাসে একটি দোকানে কাজ করত ৷ হঠাৎ আসমা বিবি এসে এই দোকানে রাকেশের উপর চড়াও হয় প্রাপ্য টাকা না পাওয়ায় ৷ তখনই বিষয়টি জানাজানি হয় ৷ দোকানের কর্ণধার রাজেশ মন্ডল এই ঘটনায় গোটা বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানাল ও লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেই এই তিনজনকে গ্রেফতার করে পুলিস ৷ 

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিল্ডরেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিস ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বারুইপুর আদালতে ৷ বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিস৷ 

আরও পড়ুন, Soumitra Khan: 'তোর বাপের ক্ষমতা নেই কিছু করার, তোরা মা-বোনদের বিক্রি করিস!' বেলাগাম সৌমিত্রর IC-কে আক্রমণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.