রাজ্যে প্রথম মাছের খাবার উত্পাদন প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে
ওয়েব ডেস্ক: দেশে মাছ উত্পাদনে সবার আগে অন্ধ্রপ্রদেশ। তারপরই স্থান পশ্চিমবঙ্গের। তবে রাজ্যে সবচেয়ে বড় সমস্যার জায়গা, এখানে মাছের খাবার তৈরির কোনও প্ল্যান্ট নেই। এবার সেই সঙ্কটও কাটছে চলেছে।
বাংলার মাছে চিনা বিনিয়োগ। সীমান্তে প্রায় ছ মাস ভারত-চিন সম্মুখ সমরে থাকার পর, বরফ গলেছে। এরপরই রাজ্যে এল, ১৬২ কোটির এই বিনিয়োগ বার্তা। রাজ্যে প্রথম, মাছের খাবার উত্পাদন প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে।
পাহাড়ে রেশন পাঠাতে প্রস্তুত রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক
এরাজ্যে বিনিয়োগে আগ্রহী চিনের সবচেয়ে বড় ফিশিং কোম্পানি টং ওয়ে। রাজ্যে প্রথম মাছের খাবার উত্পাদন প্ল্যান্ট বসানোর তোড়জোড় শুরু হয়েছে । ২০ একর জমিতে এই মত্স্যখামার গড়ে তোলার ভাবনা রয়েছে । চিনের তরফ থেকে রাজ্যে প্রায় ১৬২ কোটি টাকা বিনিয়োগ করা হবে ।
ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় ঘুরে দেখে গিয়েছে চিনের এক প্রতিনিধিদল। প্রাথমিকভাবে কল্যাণীতে ২০ একর জমি পছন্দ হয়েছে চিনা সংস্থাটির। শুধু যে বিনিয়োগ করা হবে তাই নয়। প্রযুক্তি শিক্ষা নিতে বাংলার মত্স্যচাষীরাও পাড়ি দেবেন চিনে। এই প্রকল্প বাস্তবায়িত হলে, রাজ্যে মত্স্যচাষে নতুন গতি আসবে বলে আশাবাদী সরকার।