বাইক দুর্ঘটনায় মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে

পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আরামবাগে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আরামবাগ- কলকাতা সড়ক।  পরে পুলিস পৌছে অবরোধকারীদের হঠিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

Updated By: Jun 11, 2017, 03:55 PM IST
বাইক দুর্ঘটনায় মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আরামবাগে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আরামবাগ- কলকাতা সড়ক।  পরে পুলিস পৌছে অবরোধকারীদের হঠিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

আরও পড়ুন- মেয়ের সামনেই মাকে ধর্ষণের অভিযোগ!

তাদের অভিযোগ বারবার জানানোর পরেও পারুল এলাকায় ট্রাফিক সিনগন্যাল বসানো হয়নি। বালি বোঝাই দুটি লরি রেষারেষি করছিল। সেসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে পিষে দেয় একটি লরি। বাইক আরোহীর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

.