জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক মুখ্যমন্ত্রীর!

প্রসঙ্গত, কে হবেন পঞ্চায়েত প্রধান? তা নিয়ে দুপক্ষের বিবাদে ধুন্ধুমারকাণ্ড ঘটে দেগঙ্গায়

Updated By: Aug 27, 2018, 05:02 PM IST
জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক মুখ্যমন্ত্রীর!

 নিজস্ব প্রতিবেদন:   দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর নির্দেশ, ‘দেগঙ্গায় কী সব হচ্ছে? দেখো কী হচ্ছে সেখানে, নজর রাখো এলাকার ওপর। সামলাও তুমি।’

প্রসঙ্গত, কে হবেন পঞ্চায়েত প্রধান? তা নিয়ে দুপক্ষের বিবাদে ধুন্ধুমারকাণ্ড ঘটে দেগঙ্গায়।  উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কামুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা ছিলই। সোমবার তা আরও মাথাচাড়া দিয়ে ওঠে। এদিন সকালে এলাকায় গাড়ি নিয়ে বেরোন বিধায়ক রহিমা মণ্ডল। অভিযোগ,  সেসময় কয়েকজন তাঁর গাড়ির ওপর চড়াও হয়। অভিযুক্তরা সকলেই তৃণমূল নেতাকর্মী বলে জানান তিনি।

আরও পড়ুন: বোর্ড গঠনে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মন্ত্রীদের

অন্যদিকে, রহিমা মণ্ডলকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, উত্তেজনা ছড়ায় দেগঙ্গার চৌরশি গ্রাম পঞ্চায়েতেও। রবিবার রাতভর সেখানে চলে বোমাবাজি। এলাকায় ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।

অশান্তির খবর কানে পৌঁছয় মুখ্যমন্ত্রীরও। সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত জ্যোতিপ্রিয় মল্লিককে এবিষয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে কিছু কথা শোনেন। এরপরই মুখ্যমন্ত্রী প্রায় ধমকের সুরেই জ্যোতিপ্রিয়বাবুকে বলেন, ‘দেগঙ্গায় কী সব হচ্ছে? দেখো কী হচ্ছে সেখানে, নজর রাখো এলাকার ওপর। সামলাও তুমি।’

প্রসঙ্গত, জেলায় জেলায় অশান্তির খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবিষয়ে  সকল মন্ত্রীদেরই কড়া নির্দেশ দেন। তাঁর নির্দেশ, পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়ে সতর্ক থাকতে হবে জেলার মন্ত্রীদেরই। গণ্ডগোল যাতে না হয়, সে বিষয়টি দেখতে হবে।

 

.