চলন্ত ট্রেনে হামলা, ছুরির কোপে মারাত্মক জখম যাত্রী
হিন্দী সিনেমার কোনও দৃশ্য নয়। চলন্ত ট্রেনে ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হলেন এক রেল যাত্রী। ছুটে এল রেল নিরাপত্তারক্ষীরা। গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের ঘটনা।
নিজস্ব প্রতিবেদন: হিন্দী সিনেমার কোনও দৃশ্য নয়। চলন্ত ট্রেনে ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হলেন এক রেল যাত্রী। ছুটে এল রেল নিরাপত্তারক্ষীরা। গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের ঘটনা।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংরক্ষিত কামরার যাত্রী রঞ্জিত পাঠকের পেটে চাকু ঢুকিয়ে দেয় ট্রেনেরই অন্য এক যাত্রী। রেলপুলিশ সুত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি অসমের কাইটোমাপাড়ার বাসিন্দা। তিনি গুহায়াটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন। ট্রেন রামপুরহাট পার হওয়ার পর ঘটনাটি চোখে পড়ে সহযাত্রীদের। রঞ্জিত পাঠক নামে ওই ব্যাক্তির পেটে চাকু ঢুকিয়ে দেয় এক সহযাত্রী। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছলে ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অারও পড়ুন-ত্রিপুরার পর কি বাংলা? আশাবাদী বিজেপি, পাত্তাই দিচ্ছে না তৃণমূল
চলন্ত ট্রেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জিঞ্জাসাবাদের জন্য দুই যাত্রীকে আটক করেছে রেল পুলিশ। যদিও ঘটনার কারন নিয়ে ধন্দে পুলিশ কর্তারা। যৌথ ভাবে ঘটনার তদন্ত আরম্ভ করেছে আরপিএফ ও জিআরপি।তদন্তের জন্য আটক যাত্রীদের পরিচয় জানা যায়নি রেল পুলিশ কর্তাদের কাছ থেকে।