চেকিংয়ের নামে গুন্ডামির অভিযোগ পুলিসের বিরুদ্ধে

ফের অভিযোগ উঠল সিভিক পুলিসের বিরুদ্ধে। এবার চেকিংয়ের নামে গুন্ডামির অভিযোগ পুলিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের।

Updated By: Apr 3, 2018, 01:15 PM IST
চেকিংয়ের নামে গুন্ডামির অভিযোগ পুলিসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: ফের অভিযোগ উঠল সিভিক পুলিসের বিরুদ্ধে। এবার চেকিংয়ের নামে গুন্ডামির অভিযোগ পুলিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের।

জানা গিয়েছে, বন্ধুকে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন সমীরণ জানা নামে এক ব্যক্তি। রাস্তায় মেছেদার কাছে চলছিল চেকিং। চেকিংয়ের সময় সেখানেই দাঁড়িয়েছিলেন সিভিক ভলানটিয়ার সহ বেশ কয়েকজন পুলিস। অভিযোগ উঠেছে, সমীরণ জানার বাইক কাছে আসতেই সমীরণের জামা ধরে টানে এক সিভিক পুলিস।

আরও পড়ুন : নামে নামে ভুয়ো অ্যাকাউন্ট, রাজ্যে ১০০ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয়ের পর্দাফাঁস

হঠাত্‌ পিছন থেকে টান পড়ায় টাল সামলাতে না পেরে বাইক নিয়ে ছিটকে পড়ে যান সমীরণ। সমীরণের সঙ্গে যিনি ছিলেন, তিনিও পড়ে যান। বাইক থেকে পড়ে গিয়ে দুজনেই গুরুতর চোট পান। অবস্থা বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেয় পুলিসরা। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেছেদায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

আরও পড়ুন : প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে, পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার কিশোরীর দেহ

.