রাজ্যে ফের রিজওয়ানুর কাণ্ডের ছায়া, সাবালক-সাবালিকার বিয়ে ভাঙতে পুলিসের চাপ
ওয়েব ডেস্ক : ফের রিজওয়ানুর কাণ্ডের ছায়া। সাবালক-সাবালিকার বিয়ে ভাঙতে পুলিসের চাপ। পুলিসের ওপর মেয়ের বাবার প্রভাব খাটানোর অভিযোগ। কাঠগড়ায় রতুয়া থানার পুলিস। সপ্তাহখানেক আগেই বিত্তশালী পরিবারের মেয়ে সাগরিকাকে বিয়ে করেন রতুয়া থানা এলাকার বাসিন্দা অভিজিত্ সরকার। ছেলের পরিবারের অভিযোগ, তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়েতে সম্মতি ছিল না মেয়ের বাবা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হেমন্ত শর্মার। বিয়ের পরেই রতুয়া থানায় অভিজিতের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। অভিযোগ, মিথ্যা মামলা দায়ের করে প্রভাব খাটিয়ে ছেলের ও মাকে গ্রেফতার করিয়েছে মেয়ের বাবা। পুলিসের সাহায্য না মেলায় শেষমেষ সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আনেন তরুণী। পুলিসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সদ্য বিবাহিত দম্পতি।
আরও পড়ুন- কৃষ্ণগঞ্জ হত্যা মামলায় ১১ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের