আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা, বাতিল বহু ট্রেন, বদলে গেল সময়সূচি
বিভিন্ন স্টেশনে আটকে বহু যাত্রী। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হল...
নিজস্ব প্রতিবেদন: ‘তিতলি’র প্রভাবে বিপর্যস্ত রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে বহু যাত্রী। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হল...
আরও পড়ুন: 'তিতলি'-র ঝাপটায় ভাসবে বঙ্গ! কোথায় এখন ঘূর্ণিঝড়ের অবস্থান
ইস্টকোস্ট এক্সপ্রেস বাতিল
ফলকনামা এক্সপ্রেস নির্দিষ্ট রুটেই চলবে
খড়্গপুর-ভেল্লুপুরমের এক্সপ্রেসের সময় বদল। দুপুর ২.০৫ মিনিটের বদলে এই ট্রেন সন্ধে ৬.৫ মিনিটে ছাড়বে।
বাতিল ভুবনেশ্বর-বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস
বাতিল ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
আরও পড়ুন: পুজোর আগেই সুখবর: ১০০ টাকার পেট্রোল কিনলে ফেরত পাবেন ৪০ টাকা ৭৫ পয়সা!
শালিমার-সেকেন্দরাবাদ ট্রেন বাতিল
গুনুপুর-পুরী প্যাসেঞ্জার ট্রেন বাতিল
বৃহস্পতি ও শুক্রবার বাতিল সম্বলপুর-কোরাপুর প্যাসেঞ্জার
২ দিন বাতিল সম্বলপুর-জুনাগড় রোড প্যাসেঞ্জার
বৃহস্পতি ও শুক্রবার বাতিল বিশাখাপত্তনম-রাইপুর প্যাসেঞ্জার ট্রেন
এই দুদিন বাতিল থাকবে রাউরকেল্লা-পুরী ট্রেন
আরও পড়ুন: পুজো অনুদান মামলা এবার গড়াল সুপ্রিম কোর্টে!
‘তিতলি’র জেরে বিপর্যস্ত খড়্গপুর রেল পরিষেবা। চরম দুর্ভোগের মুখে যাত্রীরা। আটকে ওড়িশাগামী দূরপাল্লার একাধিক ট্রেন। খড়্গপুর থেকে খুরদা রোড পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। এদিকে, ‘তিতলি’র প্রভাবে ওড়িশা ও অন্ধ্রের মধ্যে বিমান চলাচলও বন্ধ। ৫ টি বিমান বাতিল করেছে ইন্ডিগো।
ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড গোপালপুর। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় তিতলির মারাত্মক প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার গঞ্জাম জেলা। প্রভাব পড়েছে ভুবনেশ্বর, পুরীতেও। মূলত দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়েছে।