পাহাড়ে ১২ দিনের জন্য বনধ প্রত্যাহার, ফিরল স্বস্তি

Updated By: Aug 31, 2017, 05:55 PM IST
পাহাড়ে ১২ দিনের জন্য বনধ প্রত্যাহার, ফিরল স্বস্তি

ওয়েব ডেস্ক : টানা ৮০ দিন বন্ধ থাকার পর বনধ প্রত্যাহার করা হল পাহাড়ে। ১২ দিনের জন্য পত্যাহার করা হল এই বনধ। গোর্খা জনমক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে এই সিদ্ধান্তের ফলে সাময়িক স্বস্তি ফিরল পাহাড়ে।    

.