গর্তে মাছ ছেড়ে রাস্তা সারানোর দাবি, অভিনব বিক্ষোভ দুর্গাপুরে

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগড়ভাঙ্গার বনফুল সরণি অবরোধ করে বিক্ষোভ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের । এই বিক্ষোভে যোগ দিয়েছিল এসএফআই।  

Updated By: Jul 5, 2020, 02:15 PM IST
গর্তে মাছ ছেড়ে রাস্তা সারানোর দাবি, অভিনব বিক্ষোভ দুর্গাপুরে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাস্তার গর্তের মধ্যে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ।

বেহাল রাস্তা সারাইয়ে দাবিতে ঘণ্টাখানেক দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগড়ভাঙ্গার বনফুল সরণি অবরোধ করে বিক্ষোভ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের । এই বিক্ষোভে যোগ দিয়েছিল এসএফআই।

আরও পড়ুন: ফের নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারি বৃষ্টি!

নগরনিগমের ৪ নং বোরো কার্যালয়ের অদূরেই এদিনের অবরোধে আটকে যায় প্রচুর লরি । রাস্তার গর্তে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিস গেলে তাদের হাতে মাছ ধরিয়ে দেন আন্দোলনকারীরা । পুলিসের আশ্বাসে অবশেষে উঠে যায় অবরোধ । শহরের বেহাল রাস্তা নিয়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা ।

Tags:
.