বিকল ডায়ালিসিস ইউনিট, হাসপাতালে পড়ে থেকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

হাসপাতালে ডায়ালিসিস ইউনিট খারাপ হয়ে বন্ধ। তার সামনেই পড়ে মাথা ফাটল রোগীর। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা সেখানেই পড়ে থেকে মৃত্যুর। এঘটনা ঘিরে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তড়িঘড়ি হাসপাতালে জেলাশাসক। বিস্তারিত রিপোর্ট তলব।   

Updated By: Jun 29, 2017, 10:16 PM IST
বিকল ডায়ালিসিস ইউনিট, হাসপাতালে পড়ে থেকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

ওয়েব ডেস্ক: হাসপাতালে ডায়ালিসিস ইউনিট খারাপ হয়ে বন্ধ। তার সামনেই পড়ে মাথা ফাটল রোগীর। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা সেখানেই পড়ে থেকে মৃত্যুর। এঘটনা ঘিরে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তড়িঘড়ি হাসপাতালে জেলাশাসক। বিস্তারিত রিপোর্ট তলব।   

মুর্শিদাবাদের লালবাগ থেকে আসা ছায়া দে। পড়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। জীবন নয়, হাসপাতালে পেলেন মৃত্যু। ডায়ালিসিসের জন্য বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে আসেন তিনি। কিন্তু সকাল নটার পর বন্ধ হয়ে যায় ডায়ালিসিস। মেশিন খারাপ। এদিকে গুরুতর অসুস্থ ছায়া দে হঠাত্‍ মাথা ঘুরে ডায়ালিসিস রুমের সামনেই পড়ে যান। অভিযোগ, হাসপাতালের কেউ এগিয়ে আসেননি। সঙ্গে বাড়ির মাত্র এক জন সদস্য। তাঁর ছোটাছুটি কোনও কাজে আসেনি। ডায়ালিসিস ইউনিট নিয়ে অভিযোগ নতুন নয়। গত এক মাস ধরে মেশিনের এমনই দুরবস্থা বলে অভিযোগ।

PPP মডেলে চলে মুর্শিদাবাদ মেডিক্যালের ডায়ালিসিস সেন্টারটি। রোগীর চাপ প্রচুর। জেলার বাইরে থেকেও অনেকে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেশিন বারবার বিগড়ে যাওয়ার পিছনে বড় কারণ এটিই।

এদিন রোগী মৃত্যুর পর, উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল। ডায়ালিসিস ইউনিটের মতো গুরুত্বপূর্ণ বিভাগ, অথচ দিনের পর দিন কেন এমন অব্যবস্থা চলবে? প্রশ্ন ক্ষুব্ধ রোগীদের। অবস্থা সামাল দিতে হাসপাতালে যান জেলাশাসক। এনিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। (আরও পড়ুন- ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক)

.