স্বপ্ন দেখা ভালো কিন্তু রাজনীতিটা খুব বাস্তব, মমতার প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে পাল্টা দিলীপের

দিলীপবাবুর বক্তব্য, “এখনও  পর্যন্ত  মুখ্যমন্ত্রী  রামমন্দির প্রতিষ্ঠাকে সমর্থন করে ননি। উনি যে মনে মনে রামমন্দির চান, সেটা জানার পর  সংখ্যালঘু সম্প্রদায়ের মনের ওপর কী প্রভাব পড়বে? আসলে সেটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিন্তার বিষয়।”

Updated By: Dec 28, 2018, 04:34 PM IST
স্বপ্ন দেখা ভালো  কিন্তু রাজনীতিটা খুব বাস্তব, মমতার প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে পাল্টা  দিলীপের

নিজস্ব প্রতিবেদন:  “আমরাও তো দেখতে চাই। একজন বাঙালি রাষ্ট্রপতি  হয়েছেন। বাঙালি প্রধানমন্ত্রী হন। কিন্তু হিসাবে  কুলচ্ছে না। স্বপ্ন থাকা ভালো।” প্রসঙ্গত, শুক্রবার গঙ্গাসাগরে কুপিলমনি আশ্রমের প্রধান জ্ঞানদাস মোহন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সওয়াল করেন, “আমি মমতাকেই প্রধানমন্ত্রী চাই।” এই কথাকেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষ বলেন, “সাধুসন্তরা আশীর্বাদ করেন। তাঁদের কাজ আশীর্বাদ করা, করেছেন ভালো। আমরা প্রশংসা করতে গিয়ে অনেকসময়  কানা ছেলেও পদ্মলোচন বলি। অনেকে অনেক কিছু কল্পনা করছেন। কল্পনা করতে আপত্তি নেই। কিন্তু রাজনীতিটা খুব বাস্তব।”

আরও পড়ুন: "মমতাকেই প্রধানমন্ত্রী চাই", একসুরে ফের সওয়াল জ্ঞানদাস মোহন্ত ও ইমামের

দিলীপবাবুর বক্তব্য, “এখনও  পর্যন্ত  মুখ্যমন্ত্রী  রামমন্দির প্রতিষ্ঠাকে সমর্থন করে ননি। উনি যে মনে মনে রামমন্দির চান, সেটা জানার পর  সংখ্যালঘু সম্প্রদায়ের মনের ওপর কী প্রভাব পড়বে? আসলে সেটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিন্তার বিষয়।”

দিলীপ ঘোষ আরও অভিযোগ করছেন,  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  ও তাঁর আমলা রাজ্যের মানুষকে ভুল তথ্য দিচ্ছে। দিলীপ ঘোষ দাবিকরেন,  “ফসল  বিমার টাকা  বা়ডার  পর থেকেই কেন্দ্রীয় সরকার রাজ্যকে বাড়তি টাকা দিয়ে আসছে।  কত টাকা দেওয়া হচ্ছে। কিন্তু  রাজ্য সরকারের  দফতরে কোনও তথ্য পাওয়া যায় না। ২০১১  সাল পর্যন্ত যাওবা ছিল, তারপর আর কোনও আপটেড নেই। ”

আরও পড়ুন, স্ত্রীর হাত ধরে টানাটানি, স্বামীর হাতে খুন পড়শি যুবক

 প্রসঙ্গত, গঙ্গাসাগরে এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন। সেই প্রসঙ্গেই একথা বলেন দিলীপ ঘোষ।

 

.