বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিলেন, বিস্ফোরক দাবি Dilip-র

তৃণমূল সাংসদের লোকসভা সাংসদ হিসেবে শপথগ্রহণের ভিডিয়োর একাংশ টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

Updated By: Jun 10, 2021, 09:16 PM IST
বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিলেন, বিস্ফোরক দাবি Dilip-র

নিজস্ব প্রতিবেদন: নিখিল-নুসরত বিবাদ চলে এল রাজনীতির ময়দানে। বসিরহাটহাটে সাংগঠনিক বৈঠকে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) দাবি করলেন, সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন বসিরহাটের সাংসদ। এটা লজ্জার বিষয়। এই গোটা পর্বে দূরত্ব রেখে চলেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করেছেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।              

বসিরহাটে বৃহস্পতিবার সাংবাদ মাধ্যমকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,''বসিরহাটের লোকেরা তাঁকে সাংসদ করেছেন। আপনারাই ঠিক করুন, উনি বিয়ে করেছেন কিনা কাকে করেছেন, কবে করেছেন! ছেলের মা হতে যাচ্ছেন সেনিয়েও প্রশ্ন আছে। ভেবে দেখুন যাঁকে আড়াই লাখের ভোটে জিতিয়েছেন, তিনি কে বা তাঁর কী পরিচয়? বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিলেন। খুবই লজ্জার বিষয়। আমার মনে হয় নির্বাচনের জন্য বিয়ে করেছিলেন। নির্বাচন হয়ে গিয়েছে সত্য কথা বেরিয়ে এসেছে।''            

তৃণমূল সাংসদের লোকসভা সাংসদ হিসেবে শপথগ্রহণের ভিডিয়োর একাংশ টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তিনি লেখেন, ''সাংসদ বিবাহিত না অবিবাহিত, এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তা নিয়ে কারও মাথাব্যথা হওয়া উচিত নয়। কিন্তু তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সংসদে অন-রেকর্ড বলেছেন, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন?''

মালব্যর (Amit Malviya) টুইটে কুণাল ঘোষের জবাব,''প্রসঙ্গ নুসরত জাহান: বিষয়টি ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির মালব্যর এসব নিয়ে টুইট না করাই ভালো। তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভালো হবে না। তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত।''

প্রসঙ্গত, বুধবার বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান বিবৃতি দিয়ে জানান, নিখিলের সঙ্গে বিয়ে করিনি। সহবাস করেছি। ফলে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এ দিন আবার নিখিল পাল্টা বিবৃতিতে জানান, ''২০১৯-র জুন মাসে তুরস্কের বোদরুমে আমাদের বিয়ে হয়েছিল। কলকাতায় রিসেপশন। আমি আর নুসরত স্বামী-স্ত্রীর মতোই ছিলাম।''      

আরও পড়ুন- বিচ্ছেদ হতেই পারে, আমারও তো হয়েছে বলে নুসরতকে বিয়ে স্বীকারের পরামর্শ Soumitra-র

 

.