Chopra: স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গৃহবধূ, পরপুরুষে 'ঝোঁক'; সালিশি সভায় 'কঠোর' সিদ্ধান্ত মাতব্বরদের

অভিযোগ, পুলিসে অভিযোগ জানাতে গেলে ওই পরিবারের সদস্যদের মারধর করেছে মাতব্বররা। 

Updated By: May 14, 2022, 03:58 PM IST
Chopra: স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গৃহবধূ, পরপুরুষে 'ঝোঁক'; সালিশি সভায় 'কঠোর' সিদ্ধান্ত মাতব্বরদের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: গ্রাম্য সালিশি সভায় মাতব্বরদের নিদান! গ্রামের তিনটি পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ। তাদের সঙ্গে কেউ কথা বললেই ১০ হাজার টাকা জরিমানার ঘোষণা নীতি পুলিশ বাহিনীর।

এমনই ঘটনার সাক্ষী থাকল চোপড়ার কুমারটোল গ্রাম। অভিযোগ, নিরুপায় হয়ে পুলিসে অভিযোগ জানাতে গেলে ওই পরিবারের সদস্যদের মারধর করেছে মাতব্বররা। আক্রান্ত হয়েছেন এক মহিলা। জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের বাইক। 

পাল্টা আক্রমণের অভিযোগ করেছেন মাতব্বররাও। এর ফলে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস। কিন্তু প্রশ্ন উঠছে, এ ভাবে নীতি পুলিসি কি করা যেতে পারে? যদিও চোপড়ার বিডিও সমীর মণ্ডল জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও অভিযোগ পাননি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.