জলপাইগুড়ি শহরে একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের পুজো
ওয়েব ডেস্ক: পুজোর আনন্দে মাতোয়ারা উত্তরবঙ্গও। জলপাইগুড়ি শহরে একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের পুজো।
পাট.. একসময়ে সমৃদ্ধ শিল্পে এখন ভাটার টান। হারিয়ে যেতে বসা সেই শিল্পরীতিকেই মণ্ডপে ফুটিয়ে তুলছে জলপাইগুড়ির তরুণ দল ক্লাব। ৫৮ বছরে পা দেওয়া এই পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে বাঁকুড়ার মন্দিরের আদলে। চট-পাট-সুতলি দিয়ে তৈরি মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বেই। এবারের পুজোর বাজেট ১৫ লক্ষ।
নজরকাড়া প্রতিমা এবং থিমে সেজে উঠেছে হাওড়ার মণ্ডপ
কাজে না আসা নানা জিনিস দিয়ে মণ্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছে নতুনপাড়া সর্বজনীন। এবার ৮০ বছরে পা দিল এই পুজো। শিল্পী বিশ্বজিত্ ঘোষের তৈরি কাল্পনিক মণ্ডপে জায়গা পেয়েছে সাইকেল, লণ্ঠন, কাচের বোতল। ড্রাম-পাইপ টিনের পাত দিয়ে তৈরি মণ্ডপের বাজেট ৭ লক্ষ টাকা।
যুদ্ধ নয়, শান্তি চাই। মণ্ডপের মাধ্যমে এই থিমই তুলে ধরার চেষ্টায় জলপাইগুড়ির কালিয়াগঞ্জ যুব সংঘ। ছোটবেলায় পড়া রূপকথার গল্প ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীদের সঙ্গে দেখা হয়ে যাবে এখানকার পুজো মণ্ডপে। বাঁশ-বেত-পোড়ামাটি দিয়ে তৈরি মণ্ডপের বাজেট ৭ লক্ষ টাকা। দেবী দূর্গার হাতে অস্ত্রের বদলে এখানে দেখা যাবে পদ্মফুল।