দিনভর পূজালির কিছু এলাকায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী

কোথাও বোমা পড়ল। কোথাও চলল গুলি। দিনভর পূজালির কিছু এলাকায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। অশান্তির ভয়ে ঘরবন্দি হয়ে রইলেন অনেক ভোটার। 

Updated By: May 14, 2017, 09:13 PM IST
দিনভর পূজালির কিছু এলাকায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী

ওয়েব ডেস্ক: কোথাও বোমা পড়ল। কোথাও চলল গুলি। দিনভর পূজালির কিছু এলাকায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। অশান্তির ভয়ে ঘরবন্দি হয়ে রইলেন অনেক ভোটার। 

মনিং শোজ দ্য ডে। প্রবাদটা মিলল না পূজালিতে। বেলা বাড়তেই বদলে গেল সকালের শান্তিপূর্ণ ভোটের ছবিটা। বুথ লণ্ডভণ্ড। বাইরে ছড়িয়ে কাতুর্জের খোল। ধুন্ধুমার  রামচন্দ্রপুরের ৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথে। পুলিসের তাড়া খেয়ে পালাল দুষ্কৃতীরা। রাস্তার ধারে ফেলে গেল বোমা। ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।

রথতলায়  এলাকা কাঁপাল বাইক বাহিনী। নেতা শাসালেন, এলাকা ফাঁকা করে গেলাম। ১০ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গতলায় দুষ্কৃতীদের তাড়া করে এলাকা ছাড়া করল পুলিস।  রাস্তার ধারে পড়ে সারি সারি বাইক। গৃহস্থের উঠোনে  বোমা ভর্তি ব্যাগ। তটস্থ রাজারামপুরের মানুষ। মুখে কুলুপ। সকাল থেকে বিকেল। বাইক বাহিনীর তাণ্ডব। আর বোমা-গুলির দাপট।  অশান্তির পুরভোটের সাক্ষী রইল পূজালি।

.