ময়নাগুড়ি প্রশ্নফাঁস কাণ্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ
মাধ্যমিক পরীক্ষা চালাকালে প্রকাশ্যে আসে প্রশ্নফাঁসের অভিযোগ। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ, মেধাতালিকায় স্কুলের নাম তুলতে মেধাবি ছাত্রদের কাছে পরীক্ষাশুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ময়নাগুড়ি প্রশ্নফাঁস কাণ্ডে প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করলেন ওই স্কুলেরই শিক্ষক বিশ্বজিত্ রায়। শুক্রবার ময়নাগুড়ি থানায় হরিদয়াল রায়ের বিরুদ্ধে পরীক্ষায় অসদউপায় অবলম্বনে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন তিনি।
মাধ্যমিক পরীক্ষা চালাকালে প্রকাশ্যে আসে প্রশ্নফাঁসের অভিযোগ। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ, মেধাতালিকায় স্কুলের নাম তুলতে মেধাবি ছাত্রদের কাছে পরীক্ষাশুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তিনি। এমনকী শিক্ষকদের দিয়ে প্রশ্নপত্র সমাধান করিয়ে বুঝিয়ে দেওয়া হত ওই ছাত্রদের।
সাত সকালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার বিধাননগরে পর্ষদের দফতরে হাজিরা দেন তিনি। বৈঠকে রয়েছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও জেলা বিদ্যালয় পরিদর্শক। বৈঠকের পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।