হাওড়া স্টেশনে আগুন, আতঙ্কিত যাত্রীরা
বর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। সকলেই বিল্ডিং থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে।
নিজস্ব প্রতিবেদন: হাওড়া স্টেশনে আগুন। ভর দুপুরে আগুন লাগে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের পোস্ট অফিসের স্টোর রুমে।আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন। আতঙ্কিত যাত্রীরা।
আরও পড়ুন: স্কুটিতে পিছন থেকে টান সিভিক পুলিসের, লরির চাকায় থেঁতলে গেল ২ মাধ্যমিক পরীক্ষার্থী
সোমবার দুপুরে আচমকাই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। সকলেই বিল্ডিং থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্ল্যাটফর্মের বিদ্যুত্ পরিষেবা। তা না হলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: কপালে সিঁদুর, মধুচন্দ্রিমায় এসে হোটেলের রুমেই লাল শাড়িতে গলায় ফাঁস নবদম্পতির!
তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রেলপুলিসও।