বাসন্তী থেকে উদ্ধার বোমা ও বন্দুক

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে উদ্ধার হল বোমা ও বন্দুক। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমছে পুলিস।  

Updated By: Jun 18, 2017, 12:43 PM IST
বাসন্তী থেকে উদ্ধার বোমা ও বন্দুক
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে উদ্ধার হল বোমা ও বন্দুক। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমছে পুলিস।  

আরও পড়ুন- ফের বোমা উদ্ধার বীরভূমে; এবার সাঁইথিয়ায়

গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে তিতকুমার গ্রামের বাসিন্দা খালেক মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিস। উদ্ধার হয় একটি পাইপগান ও তিনটি তাজা বোমা। এলাকার মানুষের দাবি, সমাজবিরোধী খালেক মোল্লা শাসকদল ঘনিষ্ঠ। অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় বোমাবাজি ও ভয় দেখাচ্ছিল খালেক। গতকালও বোমাবাজির খবর পেয়েই এলাকায় যায় পুলিস। পলাতক খালেক মোল্লা।

.