কুয়াশা ঢাকল রাজ্য, কবে আসছে শীত?

Updated By: Oct 28, 2017, 10:12 AM IST
কুয়াশা ঢাকল রাজ্য, কবে আসছে শীত?

নিজস্ব প্রতিবেদন : জলীয় বাষ্প আর শুকনো বাতাসের মিশেলে শনিবার সকালেও রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা গেল। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হল কুয়াশার চাদর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও কম থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে, কী কারণে এত কুয়াশা? আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি শেষ হলেও বাতাসে রয়ে গেছে জলীয় বাষ্প। আর সেই সঙ্গে রয়েছে শুষ্ক বাতাস। দুইয়ের যোগেই তৈরি হচ্ছে কুয়াশা। পূর্ব উত্তর প্রদেশ, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ত্রিপুরা পর্যন্ত রয়েছে একটি দুর্বল অক্ষরেখা। সেই বরাবরই কুয়াশা হচ্ছে।  তবে এই কুয়াশা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন, SRFTI থেকে বহিষ্কৃত ১৪ পড়ুয়াকে ফেরানোর দাবিতে রাতভর ঘেরাও ডিরেক্টর ও ডিন

.