বাউল নয়, চটুল চাই! নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিল ছাত্ররা

কর্তৃপক্ষের তরফে বাউল নাচ, চৌ নাচের আয়োজন করা হয়েছিল।

Updated By: Dec 1, 2018, 06:52 PM IST
বাউল নয়, চটুল চাই! নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিল ছাত্ররা

নিজস্ব প্রতিবেদন : কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বাউল নাচ, ছৌ নাচ? না পসন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান! শেষমেশ অনুষ্ঠান বন্ধ-ই করে দিল ছাত্ররা। এমনকি ভেঙে ফেলা হল মঞ্চও। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর কৃষ্ণচন্দ্র কলেজে।

আরও পড়ুন, স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া, গৃহবধূর পরিণতি হল মর্মান্তিক

বীরভূমের ঐতিহ্যবাহী দুবরাজপুর কৃষ্ণচন্দ্র কলেজ। সেই কলেজে এমন ঘটনায় হতবাক সকলেই। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, কর্তৃপক্ষের তরফে বাউল নাচ, চৌ নাচের আয়োজন করা হয়েছিল। আরও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলার সময়ই মাঝপথে বেশ কিছু ছাত্র মঞ্চে উঠে ঝামেলা করতে শুরু করে। তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান।

আরও পড়ুন, 'ধর্ষণ' করে খুন! মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার শান্তিনিকেতনে

ছাত্রদের দাবি, নবীনবরণ অনুষ্ঠান নাকি এরকম হতেই পারে না! পরে চাঁদা তুলে আবারও অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে তারা। প্রসঙ্গত, কদিন আগেই মুর্শিদাবাদের ডোমকল কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক ছড়ায়।

আরও পড়ুন, অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার রায়গঞ্জে

নবীনবরণ অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীদের নিয়ে এসে চটুন নাচ-গান করার অভিযোগ ওঠে আয়োজকদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

.