সদ্যোজাতকে ফিরিয়ে প্রেসক্রিপশন ছুঁড়ে ফেললেন চিকিত্সক
অভিযোগ উঠল সিউড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: সদ্যোজাতকে ফেরানোর অভিযোগ উঠল সিউড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২৪ দিনের ওই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন পরিজনরা। তাঁদের দাবি, ভর্তি নিতে অস্বীকার করে চিকিত্সকরা বলেন, 'ভর্তি নেওয়া না নেওয়া তাঁর ব্যক্তিগত ব্যাপার।'
সোমবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় শিশুকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান বীরভূমের খয়রাশোলের নাকরাকোন্দা থেকে মিনা বিবি। কিন্তু যে যাত্রীযানে ওই শিশুটিকে হাসপাতালে আনা হয় সেই গাড়িতে ছিল আরও এক অসুস্থ শিশু। তাই কর্তব্যরত চিকিৎসক ভর্তি নেননি বলে গাড়ির চালক সাধন দাসের অভিযোগ। অভিযোগ শিশুর পরিজনদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন চিকিত্সকরা। ছুঁড়ে ফেলে দেন প্রেসক্রিপশন। গালিগালাজও করেন।
সংবাদ মাধ্যমকে মিনা বিবি বলেন, ‘ডাক্তার ভর্তি নেননি, ফিরিয়ে দিলেন। কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়ে গালিগালাজও করেন।’ এনিয়ে এসএনসিউই-এর সামনে তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়। শিশুটির পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর