কালিম্পংয়ে ফরেস্ট গেস্ট হাউসে আগুন, চকবাজারের বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করবে CFSL

Updated By: Aug 20, 2017, 08:54 AM IST
কালিম্পংয়ে ফরেস্ট গেস্ট হাউসে আগুন, চকবাজারের বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করবে CFSL

ওয়েব ডেস্ক : দার্জিলিংয়ের চকবাজারে বিস্ফোরণের ঘটনা। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে CFSL । গোটা ঘটনায় নজর রাখছে NIA। কীভাবে এত পরিমাণে বিস্ফোরক মজুত করা হল খতিয়ে দেখা হচ্ছে তাও।

ইতিমধ্যেই ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে UAPA-তে মামলা দায়ের হয়েছে। মামলা করা হয়েছে বিস্ফোরক আইনেও। FIR দায়ের হয়েছে যুবমোর্চা সভাপতি প্রকাশ গুরুং এবং যুব মোর্চা নেতা প্রবীণ সুব্বার বিরুদ্ধেও। পুলিস জানিয়েছে, বিদ্যুতের তার ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মাওবাদীরা যেভাবে বিস্ফোরণ ঘটায় এক্ষেত্রেও সেই পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে মনে করছে পুলিস।

এদিকে দার্জিলিং বিস্ফোরণের ঘটনা নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন পুলিসের উচ্চপদস্থ কর্তারা। দুদিন আগেই গুয়াহাটিতে প্রচুর পরিমাণ RDX উদ্ধার হয়েছিল। সেই RDX কোনওভাবে পাহাড়ে ঢুকেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, কালিম্পংয়ের চন্দ্রলোকে ফরেস্ট গেস্ট হাউসে আগুন দিল দুষ্কৃতীরা। গতকাল রাতে বাংলোয় আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এই ফরেস্ট বাংলোয় থাকতেন। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন, কালিম্পং থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা, মৃত ১ সিভিক ভলান্টিয়ার

.