প্রাইভেট প্র্যাক্টিসের জন্য প্রসূতিকে অন্যত্র ট্রান্সফার, অ্যাম্বুল্যান্সেই সন্তান প্রসব

Updated By: Sep 20, 2017, 09:07 AM IST
প্রাইভেট প্র্যাক্টিসের জন্য প্রসূতিকে অন্যত্র ট্রান্সফার, অ্যাম্বুল্যান্সেই সন্তান প্রসব

 

 

ওয়েব ডেস্ক: প্রাইভেট প্র্যাক্টিসে যাবেন বলে, আসন্ন প্রসবাকে অন্যত্র ট্রান্সফারের অভিযোগ হাবড়া হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে। অ্যাম্বুল্যান্সে উঠেই সন্তান প্রসব মহিলার। শেষ পর্যন্ত মুখ বাঁচাতে মহিলা ও সদ্যোজাতকে ভর্তি নেয় হাবড়া হাসপাতাল। হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। আক্রমপুরের বাসিন্দা জ্যোত্‍স্না দাস মঙ্গলবার রাত ৮টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাবড়া হাসপাতালে। অভিযোগ, প্রেসার হাই বলে অন্যত্র ট্রান্সফার করে দেন এক ডাক্তারবাবু। মহিলা জানান, যেতে যেতেই প্রসব হয়ে যেতে পারে। নার্সরাও একই কথা বলেন। অভিযোগ, তা সত্ত্বেও শোনেননি ডক্টর আলি। শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সে সন্তান প্রসব করেন মহিলা। ঘটনার পর ডাক্তার আলিকে আর পাওয়া যায়নি। রোগীর আত্মীয়দের অভিযোগ, শুধুমাত্র প্রাইভেট প্র্যাক্টিসে যাবেন বলে আসন্ন প্রসবাকে ট্রান্সফার করে দেন ডক্টর আলি। হাবড়া হাসপাতালের সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

 

.