বেসরকারি হাসপাতালে চড়া বিলের অসুখ সারাতে কড়া ডোজ স্বাস্থ্য কমিশনের

নানা রকম পরীক্ষার খরচ, সে সব আদৌ কতটা দরকার-তা খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটিও।

Updated By: Aug 22, 2020, 08:38 PM IST
বেসরকারি হাসপাতালে চড়া বিলের অসুখ সারাতে কড়া ডোজ স্বাস্থ্য কমিশনের

নিজস্ব প্রতিবেদন: করোনা রোগীকে ফেরানো যাবে না। বাড়ানো যাবে না বেড চার্জ। ওষুধে দিতে হবে ছাড়। বেসরকারি হাসপাতালগুলির জন্য ফের নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। নানা রকম পরীক্ষার খরচ, সেসব আদৌ কতটা দরকার-তা খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটিও।

করোনার গ্রাসে অসহায় মানুষ। সেই সুযোগে নানা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান অনৈতিক মুনাফা কুড়োতে ব্যস্ত। দু-লক্ষ টাকা আগাম দিতে না পারায় হাসপাতালের দরজায় রোগী মৃত্যুর মতো ভয়াবহ অভিযোগও রাজ্যবাসীকে শুনতে হয়েছে। কলকাতা থেকে জেলা- সর্বত্রই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা বিলের অভিযোগ। ডিসানে অগ্রিম দিতে না পারায় ভর্তি নেওয়া হয়নি আক্রান্তকে। বাইরে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় রোগীর। আর একটি হাসপাতালে ডাক্তারের কোভিড চিকিত্সার বিল ১৯ লক্ষ টাকা। এহেন  পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে বিলে লাগাম টানতে আসরে নামল রাজ্যের স্বাস্থ্য কমিশন। শনিবার কমিশনের বৈঠকের পর বলা হয়েছে,

কোনও কোভিড আক্রান্তকেই হাসপাতাল ফেরাতে পারবে না। 

১লা মার্চ যে বেড চার্জ ছিল বেসরকারি হাসপাতালগুলিকে সেটাই নিতে হবে।

ওষুধে ১০% ছাড় দিতে হবে, আক্রান্তের পরিবার বাইরে থেকেও ওষুধ আনতে পারেন।

তুলো, ব্যান্ডেজ, গ্লাভস, পিপিই-সহ অন্যান্য জিনিসে ২০% ছাড় দিতে হবে।

ডাক্তারদের ভিজিট হাজার টাকার বেশি হবে না।

ক্রিটিক্যাল কেয়ারে একাধিকবার ভিজিটের ক্ষেত্রে আরও ১ হাজার টাকা নেওয়া যাবে।

বেড চার্জ-সহ চিকিত্সার খরচ ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। অন্তত ৩টি জায়গায় ডিসপ্লে বোর্ড থাকতে হবে।

বেসরকারি হাসপাতালে পরীক্ষার রিপোর্টের খরচ খতিয়ে দেখবে বিশেষ কমিটি।

স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা সব হাসপাতালে টাঙিয়ে রাখতে হবে।

এর আগে করোনা টেস্টের খরচ, পিপিই-মাস্ক-গ্লাভসের খরচ বেঁধে দেয় স্বাস্থ্য কমিশন। তারপরও ঘুরপথে টাকা আদায় চলছে বলে অভিযোগ ওঠে। এবার আরেকদফা নির্দেশিকা দিল কমিশন। দাওয়াইয়ে বেসরকারি হাসপাতালের অসুখ সারার আশায় রাজ্যবাসী। 

আরও পড়ুন- একুশের আগে BJP-র আইটি সেলের টক্করে CPM-র 'গণসংগঠন' হোয়াটসঅ্যাপ সেল!

.