টিকা বিতর্কে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের, ভ্যাকসিন প্রাপকের বাড়িতে চিকিত্‍সকদল

আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়রকে শোকজ পুর প্রশাসকের।

Updated By: Jul 4, 2021, 01:21 PM IST
টিকা বিতর্কে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের, ভ্যাকসিন প্রাপকের বাড়িতে চিকিত্‍সকদল

নিজস্ব প্রতিবেদন: আসানসোলে টিকা বির্তকে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চিকিত্‍সক ও দু'জন নার্সকে শোকজও করেছেন আসানসোল পুরনিগমের কমিশনার। কিন্তু ভ্যাকসিন প্রাপক কেমন আছেন? বাড়িতে গিয়ে গুড়িয়া মাহাতো নাম ওই মহিলার স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিত্‍সকরা। শারীরিক কোনও সমস্যা বা উপসর্গ নেই, তিনি ভালো আছেন বলে জানা গিয়েছে। 

ঘটনার সূত্রপাত্র শনিবার। আসানসোলে কুলটির সীতারামপুর চবকা টিকাকরণ কর্মসূচি চলছিল। ভ্যাকসিনেশন ক্য়াম্পের আয়োজন করেছিল আসানসোল পুরসভা। আচমকাই সেই ক্যাম্পে হাজির হন বিদায়ী ডেপুটি মেয়র, পুর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা। এমনকী,  স্বাস্থ্য়কর্মীরা থাকা সত্ত্বেও তিনি নিজেই এক মহিলাকে ভ্যাকসিন দিয়েছেন বলে অভিযোগ। কেন এমন কাজ করলেন? তাবাসুম আরাকে ইতিমধ্যেই শোকজ করেছেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:সোনারপুরে ভষ্মীভূত বিধায়কের অনুষ্ঠান মঞ্চ, অন্তর্ঘাতের অভিযোগ তৃণমূলের

এদিকে এই ঘটনার পর টুইটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আসানসোলের বিজেপি বিধায়ক বাবুল সুপ্রিয় ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। টিকা বিতর্কে এবার কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দলের সংখ্যালঘু সেলে সহ-সভাপতি জিসান কুরেশি। যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.