পেটির দাপটে সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সাইক্লোন পেটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে।

Updated By: Dec 16, 2018, 09:17 AM IST
পেটির দাপটে সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই ছন্দপতন হতে পারে দক্ষিণবঙ্গে। সপ্তাহের প্রথম দুটি কাজের দিনেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে রবিবার এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আরও ঘনীভূত হয়ে সাইক্লোন পেটিতে পরিণত হয়েছে। যা ক্রমশ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে।

আরও পড়ুন: এটিএম জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। সারাদিনে বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

তবে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: মিসড কল প্রেম! দেখা করতে ডেকে কিশোরীকে ধর্ষণ যুবকের

অন্যদিকে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

.