দক্ষিণবঙ্গের ৬ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

৩১ জুলাইয়ের পর একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তা হলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে

Reported By: প্রিতম দে | Updated By: Jul 28, 2019, 09:47 AM IST
দক্ষিণবঙ্গের ৬ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: বর্ষার বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। চাষীদের মাথায় হাত। রবিবার আকাশ কিছুটা মেঘলা থাকলেও রাস্তা ভেজার মতোও বৃষ্টি হয়নি শহরে। এর মধ্যেই আশার কথা শোনাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন-অসহিষ্ণুতা নিয়ে মোদীকে চিঠি, অপর্ণা সেন-সহ ৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা বিহারের আদালতে

বিকানের থেকে ওড়িশা পর্যন্ত তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে উপকূলবর্তি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। উপকূলবর্তি জেলাগুলিতে ৩১ জুলাই পর্যন্ত একই থাকবে এই পরিস্থিতি। তবে ৩১ জুলাইয়ের পর একচি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তা হলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন-Exclusive: বিদায়বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতা শহরও। ঝাড়খণ্ডের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে।

.