তৃণমূলে সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই, কলকাতায় নেমেই বললেন অমিত শাহ
প্রথমে বিমান বন্দরের অতিথিশালায় তিনি ইলেকশন কমিটির সঙ্গে বৈঠকে বসেন।
নিজস্ব প্রতিবেদন: ‘‘তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই। বাংলার ৫০ শতাংশ লোকসভা আসন জিততে হবে।’’ রাজ্যে পা রেখেই বঙ্গ বিজেপির নেতাদের টার্গেট বেঁধে দিলেন দলের সভাপতি অমিত শাহ।
আরও পড়ুন: রাজ্যে অমিত শাহ, নজরে লোকসভা নির্বাচন
দু-দিনের সফরে রাজ্যে এসেই বুধবারই কলকাতায় আসেন অমিত শাহ। প্রথমে বিমান বন্দরের অতিথিশালায় তিনি ইলেকশন কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এখনও কেন রাজ্যের সর্বত্র বুথ কমিটি গঠন করা গেল না, তা জানতে চান বিজেপি সভাপতি। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের কাছ থেকে রিপোর্ট নেন তিনি। তখনই তিনি বলেন, ‘‘তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই। বাংলার ৫০ শতাংশ লোকসভা আসন জিততে হবে।’’
আরও পড়ুন: অ্যাপ ক্যাব বুক করে টিটাগড় থেকে উঠেছিলেন মা ও মেয়ে, তারপর যা ঘটল...
বিকেলে হাওড়ার শরত্ সদনে দলের সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সন্ধেয় বিড়লা সভাঘরে বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। তারাপীঠে পুজো দিয়ে কাল পুরুলিয়া যাবেন তিনি। দলকে চাঙ্গা করতে সেখানে সভা করবেন বিজেপি সভাপতি।