কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল? জানাল বোর্ড

যাঁরা অনলাইনে ফলাফল জানতে চান, তারা নিম্নলিখিত পদ্ধতিতে ফলাফল দেখতে পারেন:

Updated By: Jun 1, 2018, 02:58 PM IST
কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল? জানাল বোর্ড

নিজস্ব প্রতিবেদন:  চলতি বছর  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৮ জুন। শুক্রবার  সকাল ১০টায় ফলপ্রকাশ করবেন পর্ষদ।এরপর স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা শুরু হবে । বেলা ১১টার পর ওয়েবাসাইটে জানা যাবে ফল।

যাঁরা অনলাইনে ফলাফল জানতে চান, তারা নিম্নলিখিত পদ্ধতিতে ফলাফল দেখতে পারেন:

  • প্রথমে সরাসরি ওই ওয়েবসাইটে যেতে হবে। ক্লিক করুন এখানে wbresults.nic.in
  • খুলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটের হোম পেজ।
  • ফলাফল জানার ডিসপ্লে ডায়ালগ বক্সে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে। ফলে হাতের কাছে রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড।
  • তথ্য সরবরাহের পর সাবমিট ক্লিক করলে ভেসে উঠবে ফল।
  • এখানে থাকবে প্রিন্ট আউট নেওয়ার অপশন। প্রিন্টার সংযুক্ত থাকলে সেটা নিয়ে নেওয়া যেতে পারে।

    # বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও resutls.nic.in, examresults.net বা indiaresults.com-এর মতো ওয়েবসাইটেও ফলাফল দেখা যেতে পারে।

    # এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখে নিতে পারেন। WB12 (space) ROLL NUMBER  টাইপ করে 56263 নম্বরে পাঠিয়ে দিন। ফলাফল চলে আসবে মোবাইলেই।

     

 

.