আমি পদ চাই না, মানুষের সেবা করে যেতে চাই, পুরুলিয়ায় বললেন মমতা

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, 'দিল্লি থেকে আমাকে নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা চলে। কিন্তু আমি তাতে হার মেনে নেওয়ার বান্দা নই। আমি এতে মোটেও ভীত নই। আমি শুধু মানুষের সেবা করে যেতে চাই।'

Updated By: Nov 27, 2018, 08:22 PM IST
আমি পদ চাই না, মানুষের সেবা করে যেতে চাই, পুরুলিয়ায় বললেন মমতা

নিজস্ব প্রতিবেদন: দিল্লি নয়, আমার নজর বাংলাতেই। মঙ্গলবার পুরুলিয়ায় হিন্দীভাষী সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর নির্বাচনে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে যখন বার বার উঠে আসছে তাঁর নাম তখনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন, এমন কোনও লক্ষ্য নেই তাঁর। বরং মানুষের সেবা করেই তিনি। 

মঙ্গলবার পুরুলিয়া সফরে শহর লাগোয়া শিমুলিয়ায় আয়োজিত হিন্দিভাষী সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমার এক চোখ যখন বাংলায় থাকে তখন অন্য চোখ থাকে রাজস্থান, বিহার বা অন্য কোনও রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেন, আমি ভাল হিন্দি বলতে পারি না। তবু চেষ্টা করি। 

বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন হলে সবাই হাঁফ ছেড়ে বাঁচবে। তাই আমি লড়াই চালিয়ে যাচ্ছি। পদের জন্য নয়, আমি মানুষের জন্য লড়তে চাই।' 

বিধানসভায় বেনজির কাণ্ড: স্পিকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, 'দিল্লি থেকে আমাকে নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা চলে। কিন্তু আমি তাতে হার মেনে নেওয়ার বান্দা নই। আমি এতে মোটেও ভীত নই। আমি শুধু মানুষের সেবা করে যেতে চাই।'

 

কেন্দ্রের থেকে তিনি যে কোনও অংশে হিন্দিভাষীদের কম হিতাকাঙ্খী নন এদিন তা বোঝানোরও চেষ্টা করেন মমতা। বলেন, 'আমি ছটে ২ দিন ছুটি ঘোষণা করেছি। কেন্দ্রীয় সরকারও এমনটা করে দেখাতে পারেনি।'

.