পুকুর থেকে উদ্ধার সদ্যোজাতর বস্তাবন্দি দেহ!

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বেশ কয়েকজন যুবক সাজানোপল্লিতে মোল্লা পুকুরে মাছ ধরছিল।

Updated By: Oct 2, 2018, 03:25 PM IST
পুকুর থেকে উদ্ধার সদ্যোজাতর বস্তাবন্দি দেহ!

 নিজস্ব প্রতিবেদন: সদ্যোজাতর বস্তাবন্দি দেহ উদ্ধার হল পুকুর থেকে। বীরভূমের সিউড়ির সাজানো পল্লির ঘটনা।

আরও পড়ুন: ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বেশ কয়েকজন যুবক সাজানোপল্লিতে মোল্লা পুকুরে মাছ ধরছিল। জালে একটি বস্তা উঠে আসে। বস্তা খুলতেই চমকে ওঠেন তাঁরা। দেখা যায়, একটি সদ্যোজাতর কুঁকড়ে রয়েছে বস্তার মধ্যে।

আরও পড়ুন: মদের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে খাওয়ালেন স্বামী, লাশ ফেলে রেখে এলেন হাসপাতালে!

স্থানীয়রাই খবর দেন সিউড়ি থানাতে। সিউড়ি থানার পুলিস গিয়ে দেখে সদ্যোজাতটির মৃত্যু হয়েছে।  সদ্যোজাতর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতেই কেউ বা কারা বস্তাটি পুকুরে ফেলে দিয়ে গিয়েছে। তাই  বিষয়টি কারোর নজরে পড়েনি। মনে করা হচ্ছে, কোনও অবিবাহিত মহিলা গর্ভবতী হয়ে পড়াতেই এই কাজ করেছেন।  গ্রামেরই কেউ, নাকি অন্য কোনও গ্রামের বাসিন্দার কাজ, তা খতিয়ে দেখছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।

 

.