উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের মালদা ডিপোতে পড়ে থেকে মৃত্যু পথ দুর্ঘটনায় আহতের
সামান্য মানবিকতাটুকুও নেই। চোখের সামনে পরে থেকে ধুঁকতে ধুঁকতে মৃত্যু হল এক ব্যক্তির, কিন্তু কেউ এগিয়ে এলেন না। কারণ চাকরির শর্তে অসুস্থকে হাসপাতালে পোঁছানোর কথা লেখা নেই।
ওয়েব ডেস্ক: সামান্য মানবিকতাটুকুও নেই। চোখের সামনে পরে থেকে ধুঁকতে ধুঁকতে মৃত্যু হল এক ব্যক্তির, কিন্তু কেউ এগিয়ে এলেন না। কারণ চাকরির শর্তে অসুস্থকে হাসপাতালে পোঁছানোর কথা লেখা নেই।
মালদায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোয় চিকিত্সা না পেয়ে মৃত্যু হল এক যাত্রীর। অথচ পথ দুর্ঘটনায় আহত এই যাত্রীকে বালুরঘাট থেকে মালদাগামী বাসে তোলা হয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই। বাস হাসপাতালে না নিয়ে গিয়ে যায় ডিপোয়। কিন্তু ডিপোয় পৌছানোর পরও বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর কেউ দেখলেন না। দেখেও দেখেনি ডিপোর কোনও কর্মী। দীর্ঘক্ষণ মালদা ডিপোতে পরে থাকার পর মৃত্যু হয় দুর্ঘটনায় আহত যাত্রীর। (আরও পড়ুন- আজ দুপুরে দার্জিলিং এর জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোর্চা)