কেরলের পাশে পশ্চিমবঙ্গ, ১০ কোটি টাকা ত্রাণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার টুইটে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার টুইটে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
My heart goes out to the people of Kerala battling #KeralaFloods In this hour of crisis, to stand beside the flood-affected people of Kerala, we have decided to make a contribution of Rs Ten Crore to the Chief Minister’s Distress Relief Fund 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2018
We are also ready to extend all other assistance and support that may be needed to tackle the calamity. We pray that our brothers and sisters of Kerala resume normal life soon 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2018
কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে শনিবারই সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, কোনও শব্দই যথেষ্ট নয়। কেরলের সমস্ত ভাই - বোনকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আমারা। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। বন্যার সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের বিধাতা শক্তি দিন।
Words alone are not enough. Yet I must tell all my brothers and sisters of Kerala that our thoughts and prayers are with each one of you. Condolences to those families who have lost their loved ones. Strength to those who are fighting the #KeralaFloods
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2018
পর দিন কেরলের মানুষ জন্য ১০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করলেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, দুর্যোগ মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কেরলের দ্রুত স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
কেরলের বন্যায় মৃত্যু নদিয়ার যুবকের
শনিবারই কেরলের বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেন তিনি। কেরলের জন্য ইতিমধ্যে ত্রাণ ঘোষণা করেছে হরিয়ানা, ওড়িশা-সহ একাধিক রাজ্য। সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি ত্রাণকাজে ঝাঁপিয়েছে ভারতীয় রেল-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।