Kolkata: কথা না শোনায় ছুরি দিয়ে আঘাত, পাল্টা সেই ছুরিতেই বৃদ্ধার গলায় কোপ নাতির বন্ধুর

ওই কিশোরকে দিয়ে বাড়ির বিভিন্ন কাজ করাতেন ওই বৃদ্ধা।

Updated By: Apr 21, 2022, 01:02 PM IST
Kolkata: কথা না শোনায় ছুরি দিয়ে আঘাত, পাল্টা সেই ছুরিতেই বৃদ্ধার গলায় কোপ নাতির বন্ধুর
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: এক বৃদ্ধার নলিকাটা দেহ মিলল বাগুইআটির অর্জুনপুরে। মৃতার নাম সরস্বতী সরকার। বছর ষাটেকের ওই  মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই নাতির বন্ধু এক কিশোরের  বিরুদ্ধে। 

বাগুইআটি থানার পুলিস সূত্রে খবর, ওই কিশোরকে দিয়ে সরস্বতী সরকার বাড়ির বিভিন্ন কাজ করাতেন। রবিবার এভাবেই যখন তাঁকে একটি কাজ করতে বলে, কিশোর তাঁকে জানায় যে সে অন্য কাজে যাবে। অভিযোগ, সেই সময় সরস্বতী সরকার তাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। তখন আত্মরক্ষার সময় কিশোর নিজেই জখম হয়। 

এরপর ফের সরস্বতী সরকার তাকে আঘাত করতে যায় বলে অভিযোগ। সেইসময়ই ওই কিশোর পাল্টা ওই ছুরিটি-ই কেড়ে নিয়ে সরস্বতীর সরকারের গলায় কোপ বসিয়ে দেয়। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন সরস্বতী সরকারকে। এই ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিস। 

আরও পড়ুন, Naihati: বাইকের EMI দিতে না পারায় খুন? নৈহাটিতে শো-রুমের ভিতর উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

আরও পড়ুন, Haldia: নদীর ধারে মহিলার নলি কাটা রক্তাক্ত দেহ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

আরও পড়ুন, Basirhat: বাইক চুরি সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে ৪ দিন শিকলবন্দি করে 'অত্যাচার' ব্যবসায়ীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.