চিনে পাচারের আগে বনদফতরের হাতে ধরা পড়ল চিতা বাঘের চামড়া, ধৃত ২

দিন কয়েক আগে শিলিগুড়ির শালুগাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় একটি হিমালয়ান চিতার চামড়া। বনদফতর জানিয়েছে, চিনে এই ধরণের পশুর চামড়া ও হাড় দিয়ে বিভিন্ন ধরনের ঔষুধ তৈরি হরা হয়।

Updated By: Feb 25, 2018, 04:24 PM IST
চিনে পাচারের আগে বনদফতরের হাতে ধরা পড়ল চিতা বাঘের চামড়া, ধৃত ২

নিজস্ব প্রতিবেদন : চিনে পাচার হওয়ার আগে চিতাবাঘের চামড়া উদ্ধার করল বনদফতর। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জন পাচারকারীকে। ধৃতদের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।    

জানা গেছে, বৈকুন্ঠপুর বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্সের বেলাকোবা ও আমবাড়ির রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে অভিযান চালিয়ে জলপাইগুড়ির নাগরাকাটা থেকে উদ্ধার করা হয় ৯ ফিট লম্বা চিতা বাঘের চামড়াটি। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ভুটানের বাসিন্দা সঞ্জয় দোর্জি ও যাদব শর্মাকে। তাদের জেরা করে জানা যায় চিনে পাচারের উদ্দেশে সেটি আনা হয়।  

দিন কয়েক আগে শিলিগুড়ির শালুগাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় একটি হিমালয়ান চিতার চামড়া। বনদফতর জানিয়েছে, চিনে এই ধরণের পশুর চামড়া ও হাড় দিয়ে বিভিন্ন ধরনের ঔষুধ তৈরি হরা হয়। ফলে, শিলিগুড়ি থেকে নেপাল হয়ে চিনে পাচার করা হয় এগুলি।

আরও পড়ুন- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পুলিসি জেরার মুখে স্বামী

.