Bengal News LIVE Update: ফুটপাতে গাড়ি! মানিকতলায় দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু...

Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে...

Last Updated: Saturday, April 20, 2024 - 17:12
Bengal News LIVE Update: ফুটপাতে গাড়ি! মানিকতলায় দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

20 April 2024, 17:15 PM

গার্ডরেলে ধাক্কা মেরে সটান ফুটপাতে গাড়ি! গতকাল, শুক্রবার মানিকতলায় দুর্ঘটনায় জখম হয়েছিল ২ শিশু। আজ, শনিবার হাসপাতালে মৃত্য়ু হল একজনের। এলাকায় খবর পৌঁছতেই স্থানীয়েরা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তার উপর কিছু ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

20 April 2024, 15:15 PM

উত্তর কলকাতায় গোষ্ঠীকোন্দল। সুদীপের বিরুদ্ধে ধরনায় কাউন্সিলর। মান ভাঙাতে আসরে কুণাল, ধরনা তুলে নিলেন মোনালিসা!

20 April 2024, 14:45 PM

প্রথম দফায় রাজ্যে ভোট প্রায় ৮২ শতাংশ। কাল বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৭৭.৫৭ শতাংশ। কমিশন সূত্রে খবর, সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৯ শতাংশ। ভোট শতাংশ আরও বাড়বে বলে খবর কমিশন সূত্রে। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ, কোচবিহারে ভোট পড়ে ৮২.১৭ শতাংশ আর জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ। 

20 April 2024, 12:00 PM

ফের সন্দেশখালিতে সিবিআই! ন্যাজাট থানা এলাকার সুন্দরীখালি গ্রামে কেন্দ্রীয় এজেন্সি। আগার হাটি সরবেড়িয়ার বাসিন্দা ৬০ বছরের মহন্ত সর্দার। এর জমি প্রায় দেড় বছর আগে শেখ শাহাজাহানের ভাই আলমগীর জোর করে কেড়ে নিয়েছে বলে তিনি সিবিআই-কে মেইলে এই অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে এই মুহূর্তে তাঁর বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের ব্যাপারে বিশদে জানতে এসেছেন সিবিআই আধিকারিকরা।

20 April 2024, 10:30 AM

বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে 'অধীর চৌধুরী গো ব্যাক' স্লোগান।

20 April 2024, 10:30 AM

নদিয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রামে সোনার দোকানের সোনা গোলানোর ছোট গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিকট আওয়াজ। এলাকায় চাঞ্চল্য।

20 April 2024, 10:30 AM

আজ মালদায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া জনসভা। মালদার গাজোলে কলেজ মাঠে প্রথম জনসভায় অংশ নিবেন তিনি। মালদা উত্তর লোকসভা  কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন তিনি। এই জনসভা শেষে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে মানিকচকের এনায়েতপুরে  দ্বিতীয় জনসভায় অংশ নিবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দুটি জনসভারই প্রস্তুতি প্রায় শেষ। দলীয় কর্মী থেকে তৃণমূল নেতৃত্বরা আসতে শুরু করেছেন জনসভায়। অন্যদিকে আজই রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীরও জোড়া জনসভায রয়েছে  মালদা উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে।

20 April 2024, 10:30 AM

বিস্ফোরণে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। নদিয়ার দেবগ্রামে একটি সোনার দোকানে বিস্ফোরণ।

20 April 2024, 10:30 AM

আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। রায়গঞ্জে সভা অভিষেকের।

20 April 2024, 10:15 AM

আজ মালদহে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। একদিকে মালদহ উত্তরের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে সভা তৃণমূল সুপ্রিমোর। অন্য়দিকে মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রেহানের সমর্থনেও সভা মমতার।