পঞ্চায়েত UPDATE : ভোটের বলি বেড়ে ১৭, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

Last Updated: Tuesday, May 15, 2018 - 07:28

15 May 2018, 07:30 AM

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে কুলতলিতে নিহত আরও ১। নিহত সুবীর আলি মোল্লা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ SUCI-এর দিকে। 

15 May 2018, 07:15 AM

হাবরার বাণীপুরে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। বাণীপুরের জসুরপাড়ায় বুথ দখল করতে আসা দুষ্কৃতীদের গণমার। গ্রামবাসীদের মারে নিহত ১ দুষ্কৃতী। জ্বালিয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেলটি।  

15 May 2018, 07:15 AM

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ মেটার পর রাতেও জারি খুনোখুনি। মৃতের সংখ্যা বেড়ে ১৭।

14 May 2018, 21:30 PM

পঞ্চায়েত ভোটের বলি আরও এক। উত্তর দিনাজপুরের ভাগডুমুরে মৃত রাকেশ সূত্রধর নামে এক ব্যক্তি। আজ সকালে বহিরাগত সন্দেহে গণপিটুনির শিকার হন রাকেশ।   

14 May 2018, 21:00 PM

সরকারি ভাবে না জানানো হলেও, কমিশন সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে দিনের শেষে ভোট পড়েছে ৭৮ শতাংশ।
 

14 May 2018, 20:00 PM

উত্তর ২৪ পরগনার হাবরার বানিপুরে সংঘর্ষে মৃত্যু উজ্জ্বল শূর নামে তৃণমূল কর্মীর।

14 May 2018, 18:15 PM

দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে মৃত্যু তৃণমূল কর্মীর। অভিযোগ সকালে কোপানো হয় খোকন বৈদ্যকে।

14 May 2018, 18:15 PM

পুরুলিয়ার বাগমুণ্ডিতে ব্যালটবাক্স ছিনতাই করল দুষ্কৃতীরা। ভয়ে মুখে কুলুপ পোলিং অফিসারদের।

14 May 2018, 18:00 PM

# ভোটের বলি বেড়ে ১২ 
রায়গঞ্জে নিহত হলেন তৃণমূল কর্মী অমিত সাহা। সকালে বুথের ভিতরে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়েছিলেন অমিত সাহা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।       

 

 

14 May 2018, 17:45 PM

#বিএসএফ-কে কাজে লাগিয়েছে বিজেপি

সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাংলাদেশ, অসম ও ঝাড়খণ্ড থেকে তাদের সমর্থকদের নিয়ে এসে সীমান্তবর্তী জেলাগুলিতে অশান্তি সৃষ্টি করছে। দক্ষিণ দিনাজপুর, বাগদা, দেগঙ্গা প্রভৃতি জায়গায় বহিরাগতদের ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি।কাজে লাগানো হয়েছে বিএসএফ-কে। লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জওয়ানরা। কোনও অনুমোদন না নিয়ে বিএসএফ কীভাবে নিয়োজিত হল, কার অঙ্গুলিহেলনে, এব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি।

এর পাশাপাশি তৃণমূলের মহাসচিবের দাবি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রশাসন শক্ত হাতে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সাহায্য করেছে নির্বাচন কমিশনকে। আমাদের কর্মীরা মার খেয়েও সহনশীলতার পরিচয় দিয়েছেন। কয়েকজনের মৃত্যু হয়েছে। বেশিরভাগটাই তৃণমূলের। আমাদের ৬ জন কর্মী খুন হয়েছেন। কাকদ্বীপের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যায় ওই দম্পতি। গ্রামীণ ঝগড়ায় মৃত্যু হয়েছে বেলডাঙায়। নওদায় মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বিধায় পুলিস। আমডাঙায় বোমা বহন করতে গিয়ে মারা গিয়েছেন। নন্দীগ্রামে বোমা নিয়ে যাচ্ছিলেন সিপিএমের দুই কর্মী। সেই বোমায় তাঁদের মৃত্যু হয়েছে। যেভাবেই মৃত্যু হোক, তা অত্যন্ত দুঃখের। আমরা মনে করি, ভোটে এই গন্ডগোলের নেপথ্যে স্থানীয়স্তরে কিছু স্বার্থ কাজ করে। ব্যক্তিগত স্বার্থ নিচুতলায় নিজেদের মধ্যে বিবাদ তৈরি করে। বিজেপি এক নোংরা খেলা খেলছে। 

  

14 May 2018, 17:15 PM

#পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক।

 

14 May 2018, 17:00 PM

সীতারামের প্রতিক্রিয়া

পঞ্চায়েতে অশান্তির অভিযোগ তুলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিক্রিয়া,''এটা গণতন্ত্রের হত্যা। রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করছে না নির্বাচন কমিশন। আমরা আন্দোলন করছি।'' তিনি আরও বলেন,''সংবাদমাধ্যমের ক্যামেরায় সব দেখা যাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতাকে কুর্নিশ করছি।''

 

14 May 2018, 17:00 PM

#জখম কনস্টেবল 

ক্যানিংয়ে ছাপ্পা রুখতে গিয়ে গুরুতর জখম হলেন কনস্টেবল জয়ন্ত নস্কর। ক্যানিং হাসপাতালে চিকিত্সাধীন তিনি।   

14 May 2018, 16:45 PM

#রাজ্যে ভোটের বলি ১১

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে আরও একজনের মৃত্যু। মৃতের নাম বিশু টুডু। একদল বহিরাগত বুথে ঢোকায় বাধা দেন স্থানীয়রা। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। সেখানেই গুলি চলে। মাটিতে লুটিয়ে পড়েন বিশু টুডু। বিশু তাদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি-তৃণমূল দুপক্ষই।  

14 May 2018, 16:45 PM

# নির্বাচন কমিশনের সামনে অবস্থানে বামেরা

পঞ্চায়েতে হিংসার অভিযোগে নির্বাচন কমিশনের সামনে অবস্থান বামেরা। 

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রতিক্রিয়া, নির্বাচনে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিস। কোনও নিয়ম মানা হয়নি। তাই অভিযোগ জানাতে এসেছি।

দুপুরে কমিশনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। 

 

14 May 2018, 16:30 PM

# কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে হত্যার অভিযোগ

কাকদ্বীপে অগ্নিদগ্ধ দম্পতি। মৃতরা তাঁদের সমর্থক বলে দাবি সিপিএমের।দেহ নিয়ে কমিশনের উদ্দেশে রওনা সুজন-কান্তির। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণে এই খুন। ১০ জনের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি পুলিসের। পুলিসের বক্তব্য, কীভাবে মৃত্যু তা তদন্তের পরই বলা সম্ভব।

14 May 2018, 16:30 PM

#মাথা ফাটল ওসির

মালদহের রতুয়ায় দুষ্কৃতীদের ছোড়া ইটে গুরুতর জখম ওসি। 

14 May 2018, 16:00 PM

** নদিয়ার তেহট্টে মৃত তৃণমূল কর্মী কৃষ্ণপদ সরকার। মৃত বেড়ে দাঁড়াল ১০।

14 May 2018, 15:15 PM

# মুর্শিদাবাদের শ্যামনগরে গুলি। গুলিবিদ্ধ ২ মহিলা সহ চার জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

14 May 2018, 15:15 PM

# নন্দীগ্রামে ভোটের বলি ২

গুলিবিদ্ধ হয়ে নন্দীগ্রামের খোদামবাড়িতে দুই সিপিএম কর্মীর মৃত্যু। মৃতদের নাম যজ্ঞেশ্বর ঘোষ ও অপু মান্না।

14 May 2018, 15:00 PM

#  গুড়-বাতাসার পর এবার অনুব্রতর মুখে 'লাল গোলাপ'

অনুব্রত মণ্ডল বলেন ,''বীরভূমে ৩৬,০০ বুথ রয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটে দুহাজার বুথে লোকই দিতে পারবে না বিরোধীরা। আসলে ওদের লোকই নেই। তার দায় তৃণমূলের নাকি! লোকসভা ভোটের আগে বাড়িতে বাড়িতে উন্নয়নের লিফলেট ও লাল গোলাপ পাঠাব।'' এটা কি প্রচ্ছন্ন হুমকি? অনুব্রতর জবাব, ''গোলাপ মানুষের চোখে ধরে। রং তার লাল। তবে গোলাপের কাঁটা থাকে। উল্টোভাবে ধরলে কাঁটা লেগে যাবে। বাড়িতে বাড়িতে গেলে লাল গোলাপ চলে যাবে, তখন দেখতে পাবেন। লাল গোলাপ সুন্দর জিনিস। লাল গোলাপ বাড়িতে পৌঁছলে আদর করবে, ভালবাসবে এবং স্মৃতিতে ধরে রাখবে। ভোটের দিন পর্যন্ত রেখে দেবে।''

 

14 May 2018, 14:45 PM

#  দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.৫১ শতাংশ
 

14 May 2018, 14:45 PM

# এজলাসে বসে ভোটে 'অশান্তি'র ছবি দেখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

 

14 May 2018, 14:30 PM

#  মুর্শিদাবাদে ভোটের বলি ২

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু।  বেলডাঙায় বিজেপি কর্মী তপন মণ্ডলের পর নওদায় নির্দল কর্মী শাহিন শেখ নামে এক যুবকের মৃত্যু হয় ।

14 May 2018, 14:15 PM

# কোচবিহারের গোপালপুরে মৃত্যু দুলাল ভৌমিকের।  অভিযোগ ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু।

 

14 May 2018, 14:00 PM

# মুর্শিদাবাদে ব্যালটবক্স ছিনতাই।

14 May 2018, 14:00 PM

# জখম পুলিস কর্মী

কোচবিহারে বোমাবাজির জেরে আহত এক পুলিস কর্মী। 

14 May 2018, 13:45 PM

# নদিয়ার নাকাশিপাড়ায় বুথ দখলকে কেন্দ্র বোমাবাজি। মৃত্যু ভোলা শেখ দফাদারের। 

14 May 2018, 12:45 PM

# বীরভূমের মল্লারপুরের একটি বুথে বোমাবাজি। এলাকায় উত্তেজনা।

#  বীরভূমে ছাপ্পা ভোট দিতে এসে পুলিসের হাতে পাকড়াও ।

14 May 2018, 12:45 PM

# নদিয়ার তাহেরপুরে বোমা-গুলির লড়াই। গুলিবিদ্ধ নাবালক।

14 May 2018, 12:45 PM

# ভাঙড় নিয়ে পার্থ-দিলীপ তরজা

ভাঙরের একটা কেন্দ্রে অশান্তি হয়েছে, দাবি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পুলিস কড়া ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, মানুষকে বোকা ভাববেন না। 

14 May 2018, 12:45 PM

# কেশপুরে উত্তেজনা

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পুলিসকে লক্ষ্য করে ইট-বৃষ্টি। যত্রতত্র ছড়িয়ে বোমা। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।

14 May 2018, 12:30 PM

# রানিগঞ্জে তৃণমূল-সিপিএম সংঘর্ষ

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। এলাকা ছেড়ে পালিয়েছেন ভোটাররা। এলাকায় মোতায়েন বিশাল পুলিসবাহিনী।

 

14 May 2018, 12:00 PM

# মুর্শিদাবাদে মৃত বিজেপি কর্মী

ভোট দিতে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী তপন মণ্ডলের।

14 May 2018, 11:45 AM

# শান্তিপুরে গণপিটুনিতে দুষ্কৃতীর মৃত্যু

নদিয়ার শান্তিপুরের বিবেকানন্দ রোডে গণপিটুনিতে মৃত্যু ২২ বছরের এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জিত প্রামানিক।

14 May 2018, 11:30 AM

#  কুলতলিতে মৃত তৃণমূলকর্মী

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মত্যু।  মৃতের নাম আরিফ আলি গাজি। অভিযোগের তির এসইউসিআইয়ের দিকে।

14 May 2018, 11:15 AM

# রামপুরহাটে বাইকবাহিনীকে আটকাল প্রশাসন। রামপুরহাটে সক্রিয় পুলিস। বিভিন্ন এলাকায় চলছে টহল। 

 

14 May 2018, 11:15 AM

# আমডাঙায় ভোটের বলি ১

উত্তর ২৪ পরগনার আমডাঙায় পাঁচপোতার একটি বুথে বোমাবাজি। দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত সিপিএম সমর্থক তাইবুর গায়েন। ঘটনায় আহত আরও এক সিপিএম সমর্থক।

14 May 2018, 11:15 AM

# গীতালদহে বন্ধ ভোটগ্রহণ 

কোচবিহারের গীতালদহের একটি বুথে বন্ধ ভোটগ্রহণ। জেলা পরিষদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গিয়েছে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা। ভোটকর্মীরা ভীত সন্ত্রস্ত।

 

 

14 May 2018, 11:15 AM

#কোচবিহারে বুথের বাইরে বোমাবাজি 
কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ির ১৫১ নম্বর বুথের বাইরে বোমাবাজি ও গুলি চালাল দুষ্কৃতীরা। 

14 May 2018, 11:15 AM

# বাঁকুড়ার ৫৭ নম্বর বুথ দখলের চেষ্টা বহিরাগতদের। ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পুলিস। শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।  

14 May 2018, 11:00 AM

#শান্তিপুরে ১২টি বাইকে আগুন
শান্তিপুরে বুথ দখলের চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। আগুন ধরিয়ে দিললেন  ১২টি বাইকে। বন্ধ ভোটগ্রহণ।

 

 

14 May 2018, 10:45 AM

#  কলকাতার উপকন্ঠে বোমাবাজি

জ্যাঙড়ায় বোমাবাজি । বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

 

14 May 2018, 10:45 AM

# উত্তর ২৪ পরগনার আমডাঙার পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার প্রায় ৬০টি বোমা।

14 May 2018, 10:30 AM

# উত্তর ২৪পরগনার আমডাঙায় বুখের বাইরে উত্তেজনা। লাঠি চার্জ করল পুলিস।
 

14 May 2018, 10:30 AM

# তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ

হুগলির তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিস।

14 May 2018, 10:15 AM

উত্তর ২৪ পরগনার রামপুরে পুকুরে ব্যালট বক্স ফেলে দিল দুষ্কৃতীরা। বুথের বাইরে বোমাবাজি।

14 May 2018, 10:15 AM

# খানাকুলে তৃণমূলকে মারধরের অভিযোগ

হুগলির খানাকুলের বুথে দুষ্কৃতী হামলা। তৃণমূল প্রার্থীর স্বামীকে মারধর। বুথে ভাঙচুর ।

14 May 2018, 10:15 AM

* ২০ টি জেলায় সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ১১.৮৭ শতাংশ

14 May 2018, 10:00 AM

# কেশপুরে বোমা উদ্ধার 

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। আতঙ্কিত গ্রামবাসীরা।