বিরল প্রজাতির প্রাণীর হানা মালবাজারে, আতঙ্কে ত্রস্ত গোটা এলাকা

বাড়িতে বিরল প্রজাতির প্রাণী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে।

Updated By: Apr 8, 2022, 10:36 AM IST
বিরল প্রজাতির প্রাণীর হানা মালবাজারে, আতঙ্কে ত্রস্ত গোটা এলাকা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বুধবার রাতে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে একটি বাড়িতে বিরল প্রজাতির প্রাণী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। সূত্রের খবর, এদিন রাতে ফরিদুল ইসলামের বাড়িতে ওই বিরল প্রজাতির প্রাণীটি একটি বস্তার মধ্যে লুকিয়ে ছিল। বাড়ির লোক দেখতে পেয়ে ভয় পেয়ে যায়।

তারপর পাড়া-প্রতিবেশী চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সামনে জড়ো হয়। প্রাণীটিকে কোনওরকমে আটকে রাখে গ্রামের মানুষ। স্থানীয় পঞ্চায়েত সদস্য ফিরোজা বেগম, কাঠাম বাড়ি আপাল চাঁদ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বনদফতরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করেন।

বনদফতর সূত্রে জানান হয়েছে,  প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। তবে বিরল এই প্রাণীর বিষয়ে কাঠাম বাড়ি আপাল চাঁদ রেঞ্জের বনকর্মীরা সঠিক পরিচয় দিতে পারেনি। এদিকে রাতের বেলায় বিরল প্রজাতির প্রাণীটিকে দেখে এলাকার মানুষের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা জানিয়েছেন, প্রাণীটির নাম চাইনিজ ফেরেট বেজার। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণীটি দেখতে অনেকটা বড় মাপের কাঠবেড়ালির মত। পায়ের আঙুলগুলি ভাল্লুকের মত বাইরে বেরিয়ে থাকে। গায়ের রং কালো তার উপর সাদা দাগ রয়েছে। লেজটি কাঠবেড়ালির মত লোমশ। সাধারণত এরা শান্ত প্রকৃতির। তবে ক্ষিপ্ত হলে আক্রমণাত্মক হয়ে ওঠে।

আরও পড়ুন, Maoists: দূর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি, মাওবাদীদের ডাকা বনধে প্রভাব ঝাড়গ্রামে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.