এক শতক জমি নিয়ে বিবাদ, মালদায় ভায়রাভাইয়ের হাতে খুন যুবক

 জাকিরের আর্তনাদে গ্রামবাসীরা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় মিঠুন। মিঠুনকে বাধা দিয়ে আহত হন স্বপন দাস নামে এক গ্রামবাসী। তাকেও অস্ত্রের কোপ দেয় মিঠুন। এর পর তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর যায় চাঁচল থানায়। পুলিস এসে মিঠুনকে আটক করে। 

Updated By: May 5, 2018, 01:36 PM IST
এক শতক জমি নিয়ে বিবাদ, মালদায় ভায়রাভাইয়ের হাতে খুন যুবক

ওয়েব ডেস্ক: জমি বিবাদের জেরে ভায়রাভাইয়ের হাতে খুন হলেন এক যুবক। ঘটনা মালদার চাঁচলের ভগবতীপুর পূর্বপাড়ার। মৃতের নাম জাকির হোসেন (৪০)। অভিযুক্ত মিঠুন শেখকে পুলিসের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। 

মৃত জাকিরের শ্বশুর তসলিম শেখের ১ শতক জমির দখল নিয়ে বিবাদের সূত্রপাত। জমির ওপর দাবিতে অনড় ছিলেন তসলিম শেখের ২ জামাই জাকির ও মিঠুন। অভিযোগ, শুক্রবার রাতে জাকিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মিঠুন। এর পর ফাঁকা জায়গায় বুকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুন করা হয় জাকিরকে। জাকিরের আর্তনাদে গ্রামবাসীরা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় মিঠুন। মিঠুনকে বাধা দিয়ে আহত হন স্বপন দাস নামে এক গ্রামবাসী। তাকেও অস্ত্রের কোপ দেয় মিঠুন। এর পর তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর যায় চাঁচল থানায়। পুলিস এসে মিঠুনকে আটক করে। 

Video: কাজ করতে করতে হঠাত্ই মেশিনে ঢুকে গেল হাত-পা, মৃত্যু শ্রমিকের

ওদিকে জামাইয়ের হাতে জামাই খুনে শোকের আবহ গোটা এলাকায়। 

.