নিজস্ব প্রতিবেদন: ফের শিশুচোর সন্দেহে গণধোলাই মালদায়। এবার বড়িতে ঢুকে 4 বছরের বাচ্চাকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ছেলেধরা সন্দেহে স্থানীয়রা উত্তম-মধ্যম গণধোলাই অভিযুক্তকে। মালদা শহরের ঝলঝলিয়া এলাকার ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি মেয়েকে নিয়ে ঝলঝলিয়ায় বাপের বাড়িতে এসেছিলেন সুনীতা সরকার। এদিন বেলা ১১টা নাগাদ বাড়ির ভেতরে মেয়েকে খাওয়ানোর জন্য খাবার তৈরি করছিলেন তিনি। সেই সময় ঘরেই ছিল মেয়ে। দরজা খোলা পেয়ে হঠাৎ ওই যুবক বাড়ির ভেতরে ঢুকে বাচ্চাটিকে নিয়ে পালাতে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে যুবককে ধরে ফেলেন। এর পর শুরু হয় উত্তম মধ্যম।
জেলে সেজে কাঠপাচারকারী ধরলেন বন দফতরের আধিকারিকরা
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গত কয়েকদিন ধরে মালদা জেলা জুড়ে চলছে ছেলেধরা আতঙ্ক। এই ঘটনায় গণপিটুনির স্বীকার হয়ে মৃত্যু হয় এক জনের। আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন। এদিনের ঘটনা সত্যতা কতটা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদায় ফের শিশুচোর সন্দেহে গণধোলাই