সবার চোখের সামনেই ঘটছিল এঘটনা, 'বৃহন্নলা' কেলেঙ্কারি ওদলাবাড়িতে!

কেলোর কীর্তি ওদলাবাড়ি বাজারে। ঘুণাক্ষরেও কেউ কিছু আঁচ করতে পারেনি।

Updated By: May 30, 2018, 02:32 PM IST
সবার চোখের সামনেই ঘটছিল এঘটনা, 'বৃহন্নলা' কেলেঙ্কারি ওদলাবাড়িতে!

নিজস্ব প্রতিবেদন : অভাব-অনটনের সংসারে টাকা রোজগারের জন্য বৃহন্নলার ছদ্মবেশকে বেছে নিয়েছিলেন এক ব্যক্তি। বৃহন্নলার ছদ্মবেশে বেশ ভালোই চলছিল কারবার। কিন্তু, শেষপর্যন্ত ছদ্মবেশী 'বৃহন্নলা'কে এদিন হাতেনাতে ধরে ফেললেন আসল বৃহন্নলারা। বেধড়ক মারধর করা হল 'বৃহন্নলারূপী' ওই ব্যক্তিকে। ঘটনাটি জলপাইগুড়ির মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের।

জানা গেছে, ধৃত ব্যক্তি দিল কুমার ইসলামপুরের বাসিন্দা। দিল কুমার জানিয়েছে, ইসলামপুরেই একটি চা বাগানে কাজ করত সে। পরিবারে স্ত্রী সহ পাঁচ ছেলেমেয়ে রয়েছে। দিন আনি দিন খাই পরিবারে অর্থের অভাবে দুঃসহ হয়ে উঠেছিল এতগুলো পেট চালানো। বাধ্য হয়েই এপথ বেছে নেয় সে।

কিছুদিন আগে মালবাজারে চলে আসে সে। তারপর থেকে 'বৃহন্নলা'র ছদ্মবেশে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে টাকা তুলতে থাকে। বেশ ভালো উপার্জনও হতে থাকে। এদিকে, ভিনপাড়ার এক 'বৃহন্নলা'র এভাবে তাঁদের তল্লাটে এসে টাকা তোলার কথা পৌঁছে যায় বীরপাড়ার বৃহন্নলাদের কানে।

আরও পড়ুন, দিঘা-মন্দারমণিতে সমুদ্রস্নানে সতর্কতা, কেন?

এরপরই এদিন আসল বৃহন্নলাদের ৪ জনের একটি দল ওদলাবাড়ি বাজারে ওঁত্ পেতে থাকে। দিল কুমার 'বৃহন্নলা'র ছদ্মবেশে দোকানে গিয়ে টাকা চাইতেই হাতেনাতে ধরে ফেলেন তাঁকে। চলে বেধড়ক মারধর। দিল কুমারের শাস্তির দাবি করেছেন আসল বৃহন্নলারা।

.