বারুইপুরে তান্ত্রিকের কাছে এসে খুন ঘুটিয়ারির যুবক, ঘরে মিলল রক্তাক্ত দেহ

ঘটনা বারুইপুরের বেতবেড়িয়া রামকৃষ্ণ পল্লীতে। তান্ত্রিক এখন পলাতক

Updated By: Jul 13, 2019, 08:35 AM IST
বারুইপুরে তান্ত্রিকের কাছে এসে খুন ঘুটিয়ারির যুবক, ঘরে মিলল রক্তাক্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: তান্ত্রিকের বাড়ি থেকে মিলল যুবকের রক্তাক্ত দেহ। ঘটনা বারুইপুরের বেতবেড়িয়া রামকৃষ্ণ পল্লীতে। তান্ত্রিক এখন পলাতক। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, মুমূর্ষু রোগীকে ফেরাল পাঁচটি সরকারি হাসপাতাল

শুক্রবার দুপুরে তান্ত্রিক সত্য হাওলাদারের বাড়িতে আসেন এক যুবক। ঘুটিয়ারি শরিফ থেকে আসা ওই যুবকের নাম কুদ্দুস সর্দার। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলাও। স্থানীয় লোকজনের দাবি দুপুরে আসার পর আর তাদের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি।

সত্য হাওলাদারের প্রতিবেশীদের আরও দাবি সন্ধে নাগাদ ওই মহিলার সঙ্গে বেরিয়ে যান সত্য। সন্ধের পর তান্ত্রিকের ছেলে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কুদ্দুস সর্দার। বেতবেড়িয়া ফাঁড়ি পুলিস এসে দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

আরও পড়ুন-তেল দেওয়া ক্রিকেটারদের দলে রাখছেন বিরাট, রোহিতের সঙ্গে তীব্র মতবিরোধ

এলাকার শ্মশানে প্রায়ই দেখা যায় সত্যকে। বাড়িতেও হোম যজ্ঞ করে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এসব নিয়েই থাকে সে। কিন্তু কীভাবে তার ঘরে এক যুবকের মৃতদেহ পাওয়া গেল তা নিয়ে রহস্য রয়েছে। আবার ওই মহিলার সঙ্গেই সে কেন চলে গেল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

.