Gaighata: স্ত্রীর সোনাদানা টাকাপয়সা সবই প্রেমিকাকে, ফেরত চাইতেই প্রেমিকের নির্মম পরিণতি!

প্রতিবেশী গোপাল ভবকের কাছে, টাকার প্রয়োজনে নিজের জমি বন্ধক দিয়েছিলেন কমল সরকার। তারপর গোপালের স্ত্রীর সঙ্গেই....

Updated By: Apr 30, 2024, 05:32 PM IST
Gaighata: স্ত্রীর সোনাদানা টাকাপয়সা সবই প্রেমিকাকে, ফেরত চাইতেই প্রেমিকের নির্মম পরিণতি!

মনোজ মণ্ডল : প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা? তা নিয়ে দ্বন্দ্বে পরিবার। ঘটনার তদন্তে পুলিস। প্রতিবেশীর কাছে নিজের জমি টাকার বিনিময়ে বন্ধক দিয়েছিল এক ব্যক্তি | পরে জমি বন্ধক নেওয়া ব্যক্তির স্ত্রীর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে | নিজের স্ত্রীর সোনাদানা টাকাপয়সাও প্রেমিকার হাতে তুলে দিয়েছিল | সম্প্রতি স্ত্রীর সোনাদানা টাকাপয়সা ফেরত চাইতে প্রেমিক-প্রেমিকার মধ্যে বিবাদ শুরু হয় | সোমবার রাতেও দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। তারপর মঙ্গলবার সকালে প্রেমিকার বাড়ির পেয়ারা গাছে প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অমলকান্দিয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম কমল সরকার। বয়স ৪৫ | খবর পেয়ে গাইঘাটা থানার পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমল সরকার পেশায় কাঠমিস্ত্রি। প্রতিবেশী গোপাল ভবকের কাছে, টাকার প্রয়োজনে নিজের জমি বন্ধক দিয়েছিলেন। এরপর গোপাল ভবকের স্ত্রীর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মৃত কমল সরকার। এমনটাই দাবি স্থানীয়দের। বেশ কিছুদিন ধরেই ব্যবসায়িক টাকা সংক্রান্ত বিষয়ে নানা সময়ে নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছিল কমল সরকারকে। অভিযোগ, টাকা চাইতে গেলে বারংবার তাকে প্রাণে মারার হুমকি দেয় ভবক পরিবারের সদস্যরা।

অভিযোগ প্রতিবেশী রমা ভবক-ই গতকাল ভোররাতে কমল সরকারকে ডেকে নিয়ে গিয়ে খুন করে বাড়ির পেয়ারা গেছে ঝুলিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতর ব্যক্তির হাতে একটি কাগজও ছিল। ভোরবেলা সরকার বাড়িতে এই খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। কমল সরকারের পরিবারের তরফ থেকে এই ঘটনায় গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভবক পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য সকলেই সেই সময় ঘুমিয়ে ছিলেন। কেন কমল সরকার একাণ্ড ঘটাল? কেন তাকে তাদের ঘর লাগোয়া পেয়ারা গাছে পাওয়া গেল? তা এখনও বুঝে উঠতে পারছেন না তারা।

আরও পড়ুন, ICDS | Kolkata High Court: আইসিডিএসে সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! মোট কতজন চাকরি পেতে চলেছেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.