রাতে কোনও ওষুধের দোকান খোলে না; সমস্যায় উলুবেড়িয়ার বাসিন্দারা
রাতে কোনও ওষুধের দোকান খোলা থাকে না। চরম সমস্যায় পড়েন উলুবেড়িয়ায় বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমের রোগীরা। একমাত্র হাসপাতালের যে ফেয়ার প্রাইস শপ্ টি খোলা থাকে সেখানেও মেলে না বহু জীবনদায়ী ওষুধ।
ওয়েব ডেস্ক : রাতে কোনও ওষুধের দোকান খোলা থাকে না। চরম সমস্যায় পড়েন উলুবেড়িয়ায় বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমের রোগীরা। একমাত্র হাসপাতালের যে ফেয়ার প্রাইস শপ্ টি খোলা থাকে সেখানেও মেলে না বহু জীবনদায়ী ওষুধ।
বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই রোগীর চাপ কম নয়। ব্যবসার কারণেই হোক কিম্বা প্রয়োজনের তাগিদে, বেসরকারি হাসপাতালের সংখ্যা কম নয়। আর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালতো রয়েইছে। পাল্লা দিয়ে রয়েছে ওষুধের দোকান। কিন্তু রাত নামলেই ভয়। উলুবেড়িয়ায় রাতে ওষুধ মেলে না।
আরও পড়ুন- সত্ মায়ের মতো দেখতে, এই আক্রোশে এক মহিলাকে কোপ আরেক মহিলার
উলুবেড়িয়া হাসপাতাল মহকুমা হাসপাতাল, উন্নীত হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে। স্বাভাবিকভাবেই শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, বাউরিয়া, বাগানান, ডোমজুড় এলাকার রোগীদের ভরসা উলুবেড়িয়ার সরকারি হাসপাতাল কিম্বা নার্সিংহোমগুলি। কিন্তু রাতবিরেতে ওষুধ মেলে না। ওষুধের অভাবে রোগী মৃত্যুর মত ঘটনাও কম নয়। অসন্তোষের শিকার হন চিকিত্সকরাও।
সাধারণ মানুষতো বটেই, অবস্থা এমন, উলুবেরিয়ায় রাতে ওষুধ দোকান খোলা রাখার দাবি জানাচ্ছেন চিকিত্সকরাও।