দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পুলিস ফাঁড়িতে হামলা ক্ষুব্ধ জনতার

স্থানীয়দের দাবি এলাকার দুই রাজনৈতিক দলের গোলমালেই সংঘর্ষ বিরাট আকার ধারন করে

Updated By: Jun 8, 2019, 07:38 AM IST
দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পুলিস ফাঁড়িতে হামলা ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিবেদন: অশান্তি মেটাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিসই। থানায় হামলা চালাল ক্ষুব্ধ জনতা। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। দুর্গাপুরের নিশানহাটের এ-জোন পুলিস ফাঁড়ির ঘটনা।

আরও পড়ুন-তৃণমূলের 'জয় বাংলা'র নতুন কৌশলে দলীয় ভবনে ছবিতে আলোকিত বাংলার মনিষীরা    

শুক্রবার সন্ধেয় নিশানহাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। শুরু হয় ব্যাপক বোমাবাজি ও পাথরবৃষ্টি। এরপরই আসরে নামে পুলিস। দু’পক্ষকে শান্ত করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করতেই জনতার রাগ গিয়ে পড়ে পুলিসের ওপরে।

ক্ষুব্ধ জনতা দুর্গাপুর এ জোন পুলিস ফাঁড়িতে হামলা চালায়। বোমা, পাথর নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার হয়। নামানো হয় কমব্যাট ফোর্সও।

আরও পড়ুন-লকেটের 'রাম নাম' রোখার পুরস্কার, মোক্তারকে মিষ্টি খেতে ১০ হাজার দিলেন মমতা

এদিকে পুলিস ফাঁড়িতে হামলার নেপথ্যে কারা তা তদন্ত করে দেখছে পুলিস। স্থানীয়দের দাবি এলাকার দুই রাজনৈতিক দলের গোলমালেই সংঘর্ষ বিরাট আকার ধারন করে।

.